Difference between revisions 18074 and 18349 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] অন্তর্ভূক্ত। ২৪°২৪´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৩৮´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[বালাগঞ্জ উপজেলা|বালাগঞ্জ]] ও [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[শ্রীমঙ্গল উপজেলা]]; পূর্বে [[রাজনগর উপজেলা]] ও [[কমলগঞ্জ উপজেলা]] এবং পশ্চিমে [[নবীগঞ্জ উপজেলা|নবীগঞ্জ]] ও [[শ্রীমঙ্গল উপজেলা]]।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজার সদরের দূরত্ব ২০৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে মৌলভীবাজারের [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহ কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)।

* ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ 
** এসি বাসে - ৮০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৩৫০ টাকা।
* সরাসরি চলাচলকারী পরিবহগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ
** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইলঃ ০১৭১১-৯২২ ৪১৭; 
** শ্যামলী পরিবহন - মোবাইলঃ ০১৭১১-৯৯৬ ৯৬৫; 
** সিলেট এক্সপ্রেস - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯;
** মৌলভীবাজার সিটি - মোবাইলঃ ০১৭১৬-২৯১ ১১২;
** টিআর ট্রাভেলস - মোবাইলঃ ০১৭১২-৫১৬ ৩৭৮;
** রূপসী বাংলা - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯; 
** তাজ পরিবহন - মোবাইলঃ ০১৭১৬-৩৮৭ ৯৩১।

এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে মৌলভীবাজার জেলা সদরে আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও দুটি প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর মৌলভীবাজার আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৪০০ টাকা।

৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘন্টায় মৌলভীবাজার আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১২০ টাকা।

==== রেলপথ ====
মৌলভীবাজার আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; এখানে আসতে হয় শ্রীমঙ্গল হয়ে। ঢাকা থেকে সবচেয়ে নিকটবর্তী ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির স্থান শ্রীমঙ্গল রেল স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার।
(contracted; show full)* পুলিশ সুপারঃ ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : ০১৭১৩-৩৭৪ ৪৩৩;
* ইউ.এন.ও. সদর, মৌলভীবাজারঃ ☎ ০৮৬১-৬৩৭৫৪, মোবাইল : ০১১৯৮-১০০ ৪৫৭;
* ওসি মৌলভীবাজারঃ ০১৭১৩-৩৭৪ ৪৩৯;
* ওসি শ্রীমঙ্গলঃ ০১৭১৩-৩৭৪ ৪৪০।

{{এর অংশ|মৌলভীবাজার জেলা}}

[[বিষয়শ্রেণী:মৌলভীবাজার]]