Difference between revisions 18133 and 18698 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''হবিগঞ্জ শহর''' হলো [[বাংলাদেশ|বাংলাদেশের]] উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর, যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] অন্তর্গত [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলায়]] পড়েছে। এটি মূলত হবিগঞ্জ পৌরসভা, যা ৯টি ওয়ার্ডে বিভক্ত এবং থোয়াই নদীর তীর ঘেষে অবস্থিত। এটি রাজধানী [[ঢাকা]] থেকে ১৬৩ কিলোমিটার এবং বিভাগীয় সদর দপ্তর [[সিলেট]] থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে হবিগঞ্জের দূরত্ব ১৬৩ কিলোমিটার এবং বিভাগীয় শহর সিলেট হতে হবিগঞ্জের দূরত্ব ১০০ কিলোমিটার। রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জে]] আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘ্টা। ঢাকা থেকে সরাসরি হবিগঞ্জ আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - অগ্রদুত পরিবহন (এসি ও নন-এসি), দিগন্ত পরিবহন (এসি ও নন-এসি) এবং বিছমিল্লাহ পরিবহন (নন-এসি)।

* ঢাকা-হবিগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ 
** এসি বাসে - ২৫০ টাকা এবং
** নন-এসি বাসে - ২০০ টাকা।
* সরাসরি চলাচলকারী পরিবহন হবিগঞ্জ হতে ছাড়ার সময় হলোঃ
(contracted; show full)
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৩৭০ টাকা।

১০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘ
্টায় হবিগঞ্জ আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১৫০ টাকা।

==== রেলপথ ====
রেলপথে সরাসরি হবিগঞ্জ আসার ট্রেন নেই; এখানে আসতে হয় শায়েস্তাগঞ্জ হয়ে। [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে [[সিলেট|সিলেটের]] উদ্দেশ্যে ছেড়ে আসা যেকোন ট্রেনে শায়েস্তাগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত।
* ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
(contracted; show full)* বিছমিল্লাহ পরিবহন, ☎ ০৮৩১-৫২৩৭১; ০১৭১১৯০৮৬৮৪।

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ওসি হবিগঞ্জঃ ০১৭১৩৩৭৪৩৯৮;
* ওসি মাধবপুরঃ ০১৭১৩৩৭৪৩৯৯;
* ওসি শায়েস্তাগঞ্জঃ ০১৭১৩৩৭৪৪০৬।

{{এর অংশ|হবিগঞ্জ জেলা}}