Difference between revisions 18189 and 18383 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''মণিপুরী জাদুঘর''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত সুবিদবাজার এলাকায় অবস্থিত। এটি সিলেটের অন্যতম একটি সংগ্রহশালা হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানটি [[সিলেট|সিলেট শহরের]] '০' পয়েন্টের ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে।

== বিশেষত্ব ==
সুবিদবাজার এলাকায় একটি ভাড়া বাসায় এই জাদুঘরটি স্থাপিত। এটি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। প্রায় ২০০ বছর পূর্বে রাজ্য হতে বিতাড়িত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মণিপুরীরা এ অঞ্চলে এক ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে চলছে শতাব্দির পর শতাব্দি। তাদের এই কৃষ্টি-কালচার জানা ও বুঝার জন্য সিলেট মণিপুরী জাদুঘর এক অনন্য মাধ্যম।

মণিপুরী হস্তশিল্প, নৃত্যকলা, সাহিত্য প্রভৃতির বিভিন্ন নিদর্শন দিয়ে এই জাদুঘরটি সজ্জিত।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে প্রথমে সিলেট যেতে হবে; অতঃপর সেখান থেকে জাদুঘরটিতে যেতে হবে। ঢাকা হতে সড়ক পথে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। সিলেট এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি অটো রিক্সায় অতি সহজেই সুবিদবাজার আসা যায়। 
* সিলেটের মূল বাস স্ট্যান্ড কদমতলী বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে সুবিদবাজারস্থ জাদুঘরটিতে আসার জন্য ভাড়া হবেঃ
** রিক্সায় - ৪০/- - ৮০/-;
** সিএনজিতে - ৮০/- - ১৫০/-।

==== সড়কপথে সিলেট আসা ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[সিলেট বিভাগ|সিলেটে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪.৩০ হতে ৬ ঘন্টা। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আল-মোবারাকা সোহাগ, হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

* সোহাগ পরিবহনঃ ☎ ০২-৯৩৩১৬০০ (ফকিরাপুল), ৯১৩২৩৬০ (কমলাপুর), ৯১৩২৩৬০ (কল্যাণপুর), ৭১০০৪২২ (আরমবাগ), ০৮২১-৭২২২৯৯ (সোবাহানীঘাট, সিলেট);
* আল-মোবারকা পরিবহনঃ ☎ ০২-৭৫৫৩৪৮৩, ০৪৪৭৭৮০৩৪২২, মোবাইল: ০১৭২০-৫৫৬১১৬, ০১৮১৯-১৮৩৬১১, ০১৭১৫-৮৮৭৫৬৬;
* গ্রীণ লাইন পরিবহনঃ ☎ ০২-৭১৯১৯০০ (ফকিরাপুল), ০১৭৩০-০৬০০৮০ (কল্যাণপুর), ০৮২১-৭২০১৬১ (সোবাহানীঘাট, সিলেট);
* হানিফ এন্টারপ্রাইজঃ মোবাইল ০১৭১৩-৪০২৬৬১ (কল্যাণপুর), ০১৭১১৯২২৪১৩ (কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট);
* শ্যামলী পরিবহনঃ ☎ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫ (কল্যাণপুর), ০১৭১৬০৩৬৬৮৭ (কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট)।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৯০০/- (রেগুলার) ও ১২০০/- (এক্সিকিউটিভ) এবং
** নন-এসি বাসে - ৪৭০/-।

==== রেলপথে সিলেট আসা ====
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
(contracted; show full)* ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালঃ ☎ ০৮২১-৭১৭ ০৫৫;
* রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালঃ ☎ ০৮২১-৭১৯ ০৯০, ৭১৯ ০৯১-৬;
* সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালঃ ☎ ০৮২১-২৮৩ ০৫২০;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ওসি কোতয়ালী, সিলেটঃ ০১৭১৩-৩৭৪ ৩৭৫।

{{এর অংশ|সিলেট}}