Difference between revisions 18222 and 18350 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''হাসন রাজার বাড়ি''' [[সুনামগঞ্জ জেলা|সুনামগঞ্জ জেলার]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট বিভাগ|সিলেটের]] [[সুনামগঞ্জ সদর উপজেলা|সুনামগঞ্জ সদরের]] অন্তর্গত তেঘরিয়ার সাহেববাজার ঘাটের পার্শ্বে অবস্থিত। এটি সুনামগঞ্জের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৮৫৪ সালে এখানেই জন্মান জমিদার দেওয়ান হাছন রাজা চৌধুরী। এটি [[সুনামগঞ্জ|সুনামগঞ্জ শহরের]] '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে। == বিশেষত্ব == (contracted; show full) * সুনামগঞ্জের মূল বাস স্ট্যান্ড থেকে সাহেববাজার ঘাটের নিকটস্থ বাড়িটিতে আসার জন্য ভাড়া হবেঃ ** রিক্সায় - ১০/- - ২০/-; ** সিএনজিতে - ৫০/- - ৮০/-। ==== সড়কপথে সুনামগঞ্জ আসা ==== [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন, শ্যামলী, এনা, নূর, একতা, সাউদিয়া, নিউ লাইন, মিতালী প্রভৃতি পরিবহ ণন কোম্পানীর বাস আছে প্রতি ঘন্টায়। এছাড়াও বিআরটিসি (কুমিল্লা হতে), নাসিরাবাদ (ময়মনসিংহ হতে) পরিবহণন কোম্পানীর বাসে আসা যায়। * মামুন পরিবহনঃ ☎ ০৮৭১-৬১১৬৭ (সুনামগঞ্জ), ০১৭১৮-৪৩৮ ৭৩২ (ফকিরাপুল), ০১৭১১-৩৩৭ ৮৫১ (সায়েদাবাদ); * এনা পরিবহনঃ মোবাইল: ০১৭৭৬-১৯১ ৪১৮; * শ্যামলী পরিবহনঃ ☎ ০৮৭১-৬১৪৯৮ (সুনামগঞ্জ), ০১৭১৪-৫৩৭ ৯১৬ (গাবতলী)। * ঢাকা-সুনামগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণনে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৯০০/- এবং ** নন-এসি বাসে - ৫৫০/-। ==== রেলপথে সুনামগঞ্জ আসা ==== সুনামগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; রেলপথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে। (contracted; show full);চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * সিভিল সার্জন, সুনামগঞ্জঃ ০১৭৫৩-৫১৬ ২০৭; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * জেলা প্রশাসকঃ ☎ ০৮৭১-৬২০০০, মোবাইল : ০১৭১৩-৩০১ ১৭৮; * ওসি সুনামগঞ্জঃ ০১৭১৩-৩৭৪ ৪১৮। {{এর অংশ|সুনামগঞ্জ জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=18350.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|