Difference between revisions 18242 and 18382 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''লালমনিরহাট সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[লালমনিরহাট জেলা|লালমনিরহাট জেলার]] অন্তর্ভূক্ত। লালমনিরহাট সদর উপজেলা ২৫°৪৬´ উত্তর অক্ষাংশ হতে ২৬°০০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্য ও [[আদিতমারী উপজেলা]]; দক্ষিণে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[রাজারহাট উপজেলা]]; পূর্বে [[ফুলবাড়ী উপজেলা (কুড়িগ্রাম)|ফুলবাড়ী]] ও [[রাজারহাট উপজেলা]] এবং পশ্চিমে [[আদিতমারী উপজেলা|আদিতমারী]] ও [[গঙ্গাচড়া উপজেলা]]।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে লালমনিরহাট সদরের দূরত্ব ৩৪৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে লালমনিরহাট রেল স্টেশনের দূরত্ব ৫৮০ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[গাবতলী]], [[মহাখালী]], [[সায়েদাবাদ]], [[শ্যামলী]], [[কল্যানপুর]], [[কলাবাগান]], [[ফকিরাপুল]] - প্রভৃতি বাস স্টেশন থেকে লালমনিরহাট আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৬.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে কর্ণফুলী, বাবুল, এসআর প্রভৃতি পরিবহ কোম্পানীর বাস আছে প্রতি ঘন্টায়।

* কর্ণফুলী স্পেশাল পরিবহনঃ মোবাইল ০১৯২৬-১৮৬ ৭৮২ (সায়দাবাদ), ০১৭৩৪-০৭৯ ২৪৫ (ফতুল্লা), ০১৭১৩-৭৭৫ ২৪৫ (কাকিনা), ০১৯১৭-১৯৯ ৫৯০ (পাটগ্রাম), ০১৭১৬-৪৭২ ১৮৬ (হাতিবান্দা), ০১৭২৪-৩২৪ ৪৫০ (লালমনিরহাট);
* বাবুল এন্টারপ্রাইজঃ ☎ ০২-৮১২০৬৫৩, মোবাইল ০১৭১৬-৯৩২১২২ (শ্যামলী-রিং রোড), ০১৭১১-১১৯ ৩৭২ (আসাদগেট), ০১৮১৭-০৮২ ৮০২ (কল্যানপুর), ০১৭১৬-৪৫১ ৮৫৫ (টেকনিক্যাল), ০১১৯৩-০৯০ ৭১৩ (গাবতলী);
* এসআর ট্রাভেলসঃ ☎ ০২-৮০১৩৭৯৩, ৮০১৯৩১২, মোবাইল ০১৭১১-৩৯৪৮০১ (কল্যানপুর), ০১৭১১-৯৪৪ ০২৩ (আব্দুল্লাহপুর), ☎ ০২-৮০১১২২৬ (গাবতলী), ☎ ০২-৮৮৩৪৮৩৩, মোবাইল - ০১৫৫২-৩১৫ ৮৩১ (মহাখালী); ☎ ০৫৯১-৬১৮৯১, মোবাইল - ০১৭১২-২১৮ ০৯৮ (লালমনিরহাট - রেলগেট), ০১৯১৭-১৯৯ ৯৯৩ (লালমনিরহাট - মিশন রোড)।
* ঢাকা-লালমনিরহাট রুটে সরাসরি চলাচলকারী পরিবহে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৮০০/- (রেগুলার) ও ১২০০/- (এক্সিকিউটিভ) এবং
** নন-এসি বাসে - ৩৫০/- হতে ৬৫০/-।

==== রেলপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে [[লালমনিরহাট|লালমনিরহাটের]] উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – লালমনিরহাট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
(contracted; show full)== জরুরি নম্বরসমূহ ==
;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* সদর হাসপাতাল, লালমনিরহাটঃ ☎ ০৫৯১-৬১৪২৯, মোবাইল - ০১৭১২-৫৩৫ ৮৮১;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ওসি লালমনিরহাটঃ ০১৭১৩-৩৭৩ ৯৪৬।

{{এর অংশ|লালমনিরহাট জেলা}}