Difference between revisions 18284 and 18428 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''ময়মনসিংহ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ বিভাগের]]  [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ জেলার]] অন্তর্ভূক্ত। ময়মনসিংহ সদর উপজেলা ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা হতে ৯০°৩০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[নকলা উপজেলা|নকলা]] ও [[ফুলপুর উপজেলা]]; দক্ষিণে [[ত্রিশাল উপজেলা|ত্রিশাল]] ও [[ফুলবাড়ীয়া উপজেলা]]; পূর্বে [[ঈশ্বরগঞ্জ উপজেলা|ঈশ্বরগঞ্জ]] ও [[গৌরীপুর উপজেলা]] এবং পশ্চিমে [[মুক্তাগাছা উপজেলা|মুক্তাগাছা]] ও [[জামালপুর সদর উপজেলা]]।
  
== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে ময়মনসিংহের দূরত্ব ১২১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ময়মনসিংহ রেল স্টেশনের দূরত্ব ১২৩ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[ময়মনসিংহ|ময়মনসিংহ শহরের]] '০' পয়েন্ট হতে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ২.৩০ হতে ৪.০০ ঘন্টা। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শামীম, এনা, সৌখিন, নূর, নিরাপদ ট্রাভেলস্, আলম এশিয়া, বিলাস, এস আলম, সিসকম, ড্রিমল্যান্ড, মামুন, শ্যামলী প্রভৃতি পরিবহ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

* এনা পরিবহনঃ ☎ ০১৭৬০-৭৩৭ ৬৫০ (মহাখালী), ০১৭৬০-৭৩৭ ৬৫২ (এয়ারপোর্ট), ০১৭৬০-৭৩৭ ৬৫১ (উত্তরা), ০১৭৬০-৭৩৭ ৬৫৩ (টঙ্গী স্টেশন রোড), ০১৮৬৯-৮০২ ৭৩৬ (ফকিরাপুল), ০১৮৬৯-৮০২ ৭৩১ (মিরপুর), ০১৯১৬-২৭৮ ৫২৬ (ভেলানগর, নরসিংদী), ০১৯৪১-৭১৪ ৭১৪ (শিববাড়ী, গাজীপুর), ০১৮৬৯-৮০২ ৭৩৪ (চৌরাস্তা, গাজীপুর), ০১৭৩৭-১৫১ ১৮৪ (শেরপুর), ০১৮৩৪-৮৯৮ ৫০৭ (ময়মনসিংহ);
* মামুন পরিবহনঃ ☎ ০৩১-৭২১৬৯৬ (ময়মনসিংহ);
* এসআলম-সৌদিয়া (মার্সিডিসবেঞ্জ): ০১৭১২৯২০৯০৯।
* ঢাকা-ময়মনসিংহ রুটে সরাসরি চলাচলকারী পরিবহে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ২৫০/- - ৩৫০/- এবং
** নন-এসি বাসে - ১৫০/- - ৩০০/-।

==== রেলপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে ট্রেনে সরাসরি [[ময়মনসিংহ|ময়মনসিংহে]] আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন ময়মনসিংহের পথে যাতায়ত করে।

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে ময়মনসিংহ আসার ক্ষেত্রে ভাড়া হলো - 
(contracted; show full)* কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহঃ মোবাইলঃ ০১৭৮৮-৬৩৬ ২৯৫
* ডাঃ কে. জামান চক্ষু হাসপাতাল, ময়মনসিংহঃ ☎ ০৯১-৬৬৯৮২, ৬৭১৮০;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ময়মনসিংহ সদরঃ ☎ ০৯১-৬৫৮৭২, মোবাইলঃ ০১৭১৬-০৬৩ ২০৩; 
* ওসি কোতয়ালী ময়মনসিংহঃ ০১৭১৩-৩৭৩ ৪৩০; ০১৭১৬-০৯৮ ৮০৩।

{{এর অংশ|ময়মনসিংহ জেলা}}