Difference between revisions 18315 and 18639 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
[[চিত্র:Sylhet02.jpg|right|thumb|হয়রত শাহজালালের সমাধি সৌধ।]]

'''হযরত শাহজালালের মাজার''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত। এটি [[সিলেট জেলা|সিলেট শহরের]] ঠিক মধ্যস্থলে এবং '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে। স্থানীয়ভাবে এলাকাটিকে ''দরগা এলাকা'' এবং প্রবেশপথটিকে ''দরগা গেইট'' বলা হয়।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে প্রথমে সিলেট যেতে হবে; অতঃপর সেখান থেকে মাজারে যেতে হবে। ঢাকা হতে সড়ক পথে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। সিলেট এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি অটো রিক্সায় অতি সহজেই মাজারে আসা যায়। 
* সিলেটের মূল বাস স্ট্যান্ড কদমতলী বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে দরগায় আসার জন্য ভাড়া হবেঃ
** রিক্সায় - ৫০/- - ৮০/-;
** সিএনজিতে - ৮০/- - ১২০/-।

==== সড়কপথে সিলেট আসা ====
[[চিত্র:Hazrat Shahjalal Mazar Gate.jpg|right|thumb|দরগাহ প্রধান ফটক ''দরগা গেইট''।]]

[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[সিলেট বিভাগ|সিলেটে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪.৩০ হতে ৬ ঘ্টা। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আল-মোবারাকা সোহাগ, হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

* সোহাগ পরিবহনঃ ☎ ০২-৯৩৩১৬০০ (ফকিরাপুল), ৯১৩২৩৬০ (কমলাপুর), ৯১৩২৩৬০ (কল্যাণপুর), ৭১০০৪২২ (আরমবাগ), ০৮২১-৭২২২৯৯ (সোবাহানীঘাট, সিলেট);
* আল-মোবারকা পরিবহনঃ ☎ ০২-৭৫৫৩৪৮৩, ০৪৪৭৭৮০৩৪২২, মোবাইল: ০১৭২০-৫৫৬১১৬, ০১৮১৯-১৮৩৬১১, ০১৭১৫-৮৮৭৫৬৬;
* গ্রীণ লাইন পরিবহনঃ ☎ ০২-৭১৯১৯০০ (ফকিরাপুল), ০১৭৩০-০৬০০৮০ (কল্যাণপুর), ০৮২১-৭২০১৬১ (সোবাহানীঘাট, সিলেট);
(contracted; show full)* রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালঃ ☎ ০৮২১-৭১৯০৯০, ৭১৯০৯১-৬;
* সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালঃ ☎ ০৮২১-২৮৩০৫২০;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ওসি কোতয়ালী, সিলেটঃ ০১৭১৩৩৭৪৩৭৫;
* ওসি দক্ষিন সুরমাঃ ০১৭১৩৩৭৪৩৮৬।

{{এর অংশ|সিলেট}}