Difference between revisions 18403 and 18782 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''রংপুর সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]] [[রংপুর জেলা|রংপুর জেলার]] অন্তর্ভূক্ত। রংপুর সদর উপজেলা ২৫°৩৯´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°০৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[গঙ্গাচড়া উপজেলা]]; দক্ষিণে [[মিঠাপুকুর উপজেলা]]; পূর্বে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[পীরগাছা উপজেলা]] এবং পশ্চিমে [[তারাগঞ্জ উপজেলা|তারাগঞ্জ]] ও [[বদরগঞ্জ উপজেলা]]। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে রংপুরের দূরত্ব ৩০৪ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে রংপুর রেল স্টেশনের দূরত্ব ৫২৯ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[রংপুর|রংপুর শহরের]] '০' পয়েন্ট হতে ৩.৫ কিলোমিটার দূরে ঘাঘট নদীর তীরে অবস্থিত।। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[গাবতলী]], [[মহাখালী]], [[সায়েদাবাদ]], [[শ্যামলী]], [[কল্যানপুর]], [[কলাবাগান]], [[ফকিরাপুল]] - প্রভৃতি বাস স্টেশন থেকে রংপুর আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘনণ্টা। ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে এনা, হানিফ, শ্যামলী, নাবিল, এসআর, আগমনী, ডিপজল প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ মোবাইল ০১৭৬০-৭৩৭ ৬৫০ (মহাখালী), ০১৮৭২-৬০৪ ৪৯৮ (এয়ারপোর্ট), ০১৭৬০-৭৩৭ ৬৫১ (উত্তরা), ০১৭৬০-৭৩৭ ৬৫৩ (টঙ্গী), ০১৮৭২-৬০৪ ৪৭৫ (ফকিরাপুল), ০১৮৬৯-৮০২ ৭৩১ (মিরপুর); * হানিফ এন্টারপ্রাইজঃ মোবাইল ০১৭১৩-৪০২৬৬১ (কল্যাণপুর), ০১৭১৩-৪০২৬৭১, ০১৭১৩-৪০২৬৩১ (আরামবাগ); * শ্যামলী পরিবহনঃ ☎ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫ (কল্যাণপুর)। (contracted; show full)* উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, রংপুর সদর, রংপুরঃ ০১৭৪৩-৯৪১ ৮৭৩; * রংপুর মেডিকেল কলেজ হাসপাতালঃ ☎ ০৫২১-৬৩৬৩০, ৬১৬০০, ৬৩৬০৩; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * ইউ.এন.ও. রংপুর সদর, রংপুরঃ ☎ ০৫২১-৬২১১৬, মোবাইল - ০১৭৬১-৪৯১ ৩২৩; * ওসি কোতয়ালী, রংপুরঃ ০১৭১৩-৩৭৩ ৮৭৪। {{এর অংশ|রংপুর জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=18782.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|