Difference between revisions 18561 and 18814 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''ময়মনসিংহ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ বিভাগের]]  [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ জেলার]] অন্তর্ভূক্ত। ময়মনসিংহ সদর উপজেলা ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা হতে ৯০°৩০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[নকলা উপজেলা|নকলা]] ও [[ফুলপুর উপজেলা]]; দক্ষিণে [[ত্রিশাল উপজেলা|ত্রিশাল]] ও [[ফুলবাড়ীয়া উপজেলা]]; পূর্বে [[ঈশ্বরগঞ্জ উপজেলা|ঈশ্বরগঞ্জ]] ও [[গৌরীপুর উপজেলা]] এবং পশ্চিমে [[মুক্তাগাছা উপজেলা|মুক্তাগাছা]] ও [[জামালপুর সদর উপজেলা]]।
  
== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে ময়মনসিংহের দূরত্ব ১২১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ময়মনসিংহ রেল স্টেশনের দূরত্ব ১২৩ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[ময়মনসিংহ|ময়মনসিংহ শহরের]] '০' পয়েন্ট হতে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ২.৩০ হতে ৪.০০ ঘ্টা। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শামীম, এনা, সৌখিন, নূর, নিরাপদ ট্রাভেলস্, আলম এশিয়া, বিলাস, এস আলম, সিসকম, ড্রিমল্যান্ড, মামুন, শ্যামলী প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।

(contracted; show full)* কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহঃ মোবাইল: ০১৭৮৮-৬৩৬ ২৯৫
* ডাঃ কে. জামান চক্ষু হাসপাতাল, ময়মনসিংহঃ ☎ ০৯১-৬৬৯৮২, ৬৭১৮০;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ময়মনসিংহ সদরঃ ☎ ০৯১-৬৫৮৭২, মোবাইল: ০১৭১৬-০৬৩ ২০৩; 
* ওসি কোতয়ালী ময়মনসিংহঃ ০১৭১৩-৩৭৩ ৪৩০; ০১৭১৬-০৯৮ ৮০৩।

{{এর অংশ|ময়মনসিংহ জেলা}}