Difference between revisions 18680 and 20324 on bnwikivoyage

{{পাতার ব্যানার|জামালপুর_জামে_মসজিদ.jpg}}
'''ঠাকুরগাঁও সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[ঠাকুরগাঁও জেলা|ঠাকুরগাঁও জেলার]] অন্তর্ভূক্ত। ঠাকুরগাঁও সদর উপজেলা ২৫°৪০´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫৯´ উত্তর অক্ষাংশের এবং ৮৮°১৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৮°২২´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[আটোয়ারী উপজেলা|আটোয়ারী]] ও [[বোদা উপজেলা]]; দক্ষিণে [[পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও|পীরগঞ্জ]] ও [[বীরগঞ্জ উপজেলা]]; পূর্বে [[ব(contracted; show full)* ঢোলহাট মন্দির;
* শালবাড়ি ইমামবাড়া - ভাউলারহাট;
* সাপটি বুরুজ;
* বলাকা উদ্যান;
* কুমিল্লা হাড়ি বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট।

== খাওয়া দাওয়া ==
‘সিদল ভর্তা’ এখানকার জনপ্রিয় খাবার, যা কয়েক ধরনের শুঁটকির সঙ্গে নানা ধরনের মসলা মিশিয়ে বেটে তৈরি করা হয়। এছাড়াও রয়েছে বিখ্যাত “হাড়িভাঙ্গা” আম, তামাক ও আখ। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। স্থানীয় ঐতিহ্যবাহী খাবারগুলো হলো
: পাটশাক ও লাফা শাকের ঝোল, সিদলের ভর্তা, চেং বা শাটি (টাকি) মাছের পোড়া বা সিদ্ধ ভর্তা, কচি কচু পাতার পোড়া বা সিদ্ধ ভর্তা, পেল্কা, কাঁচা আমের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি, আমসি বা টমেটোর টক, নতুন ধানের ভাকা পিঠা (ভাপা পিঠা), পাকোয়ান পিঠা, নুনাস বা নুনিয়া পিঠা, চিতুয়া পিঠা, গুড়গুড়িয়া পিঠা, আঁখের নতুন গুড় দিয়ে তৈরি খৈয়ের মুড়কি, মুড়ির নাড়ু, চিড়ার চিপড়ি।

== থাকা ও রাত্রি যাপনের স্থান ==
ঠাকুরগাঁওয়ে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। এছাড়াও থাকার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উন্নতমানের কিছু হোটেলও রয়েছে -

* সার্কিট হাউস, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫৩৪০০;
* জেলা পরিষদ ডাক বাংলো, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫২০৯৪;
* হোটেল সালাম ইন্টারন্যাশনাল, নর্থ সার্কুলার রোড, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫২২৪৬;
* হোটেল মানামা, আধুনিক সদর হাসপাতাল এলাকা, ঠাকুরগাঁও;
* হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, নর্থ সার্কুলার রোড, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫৩৫০৫;
* হোটেল ইসলাম প্লাজা;
* হোটেল সাদেক, বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫২১৯৭;
* মকবুল হোটেল, পুরাতন বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও;
* জাহের হোটেল, পুরাতন বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও।

== জরুরি নম্বরসমূহ ==
;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও: ০১৭২৪-৬৮১ ৪৮৯;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও: ☎ ০৫৬১-৫১৬০০, মোবাইল - ০১৮৫২-২৭৫ ০০১;
* ওসি ঠাকুরগাঁও: ০১৭১৩-৩৭৩ ৯৮৫।

{{এর অংশ|ঠাকুরগাঁও জেলা}}