Difference between revisions 18764 and 19210 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] অন্তর্ভূক্ত। ২৪°২৪´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৩৮´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[বালাগঞ্জ উপজেলা|বালাগঞ্জ]] ও [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[শ্রীমঙ্গল উপজেলা]]; পূর্বে [[রাজনগর উপজেলা]] ও [[কমলগঞ্জ উপজেলা]] এবং পশ্চিমে [[নবীগঞ্জ উপজেলা|নবীগঞ্জ]] ও (contracted; show full)

এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে মৌলভীবাজার জেলা সদরে আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও দুটি প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর মৌলভীবাজার আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতাল
ি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৪০০ টাকা।

৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘণ্টায় মৌলভীবাজার আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১২০ টাকা।

==== রেলপথ ====
(contracted; show full)প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ উপজেলার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানে সরাসরি নৌ পথে আসা যায়।

== দর্শনীয় স্থান ও স্থাপনা ==
* [[শাহ মোস্তফার মাজার|হযরত শাহ মোস্তফার মাজার শরীফ]];
* [[মনু ব্যারেজ]];
* [[বর্ষিজোড়া ইকোপার্ক]];
* [[খোজার মসজিদ]];
* মুক্তিযোদ্ধা চত্
র - শেরপুর;
* [[চা বাগান|চা বাগানসমূহ]]।

== খাওয়া দাওয়া ==
মৌলভীবাজারে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়।

== থাকা ও রাত্রী যাপনের স্থান ==
(contracted; show full)* পুলিশ সুপারঃ ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : ০১৭১৩-৩৭৪ ৪৩৩;
* ইউ.এন.ও. সদর, মৌলভীবাজারঃ ☎ ০৮৬১-৬৩৭৫৪, মোবাইল : ০১১৯৮-১০০ ৪৫৭;
* ওসি মৌলভীবাজারঃ ০১৭১৩-৩৭৪ ৪৩৯;
* ওসি শ্রীমঙ্গলঃ ০১৭১৩-৩৭৪ ৪৪০।

{{এর অংশ|মৌলভীবাজার জেলা}}

[[বিষয়শ্রেণী:মৌলভীবাজার]]