Difference between revisions 18962 and 22764 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''কাট্টলী সৈকত''' বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত। কক্সবাজার কিংবা কূয়াকাটার পরই বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত। অত্যন্ত দৃষ্টিনন্দন আর নিরিবিলি সমুদ্র সৈকত এটি।

==কিভাবে যাবেন==
চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে এ সমুদ্র সৈকতের অবস্থান। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় এ সমুদ্র সৈকতটি অবস্থিত। সৈকতটির আরেক নাম হচ্ছে জেলেপাড়া সমুদ্র সৈকত।

চট্টগ্রাম শহর হতে প্রথমে আসতে হবে পাহাড়তলী থানায়। ব্যাক্তিগত গাড়ি কিংবা সিএনজি বা মাইক্রোবাসে পাহাড়তলী আসা যায়। পাহাড়তলী হতে জহুর আহমেদ স্টেডিয়ামের পাশ ঘেসে আসতে হবে টোল সড়কে। টোল সড়কের পাশেই এই কাট্টলী সৈকতটি রয়েছে।

== কি দেখবেন ==
(contracted; show full)

== জানুন ==
এ সৈকতে কোন বসার স্থান, শেড, টয়লেট, বিশ্রামাগার, হোটেল, রেস্তোঁরা, পানীয় জলের সুব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, চিত্তবিনোদনের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নেই।

==থাকা ও খাওয়া==
চট্রগ্রাম শহরের একদম ভেতরে হওয়াতে এখানে থাকা খাওয়া নিয়ে অসুবিধা নেই।

{{এর অংশ|চট্টগ্রাম}}