Difference between revisions 19741 and 20367 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] অন্তর্ভূক্ত। ২৪°২৪´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৩৮´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[বালাগঞ্জ উপজেলা|বালাগঞ্জ]] ও [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[শ্রীমঙ্গল উপজেলা]]; পূর্বে [[রাজনগর উপজেলা]] ও [[কমলগঞ্জ উপজেলা]] এবং পশ্চিমে [[নবীগঞ্জ উপজেলা|নবীগঞ্জ]] ও [[শ্রীমঙ্গল উপজেলা]]। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজার সদরের দূরত্ব ২০৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে মৌলভীবাজারের [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘণ্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)। * ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ: ** এসি বাসে - ৮০০ টাকা এবং ** নন-এসি বাসে - ৩৫০ টাকা। * সরাসরি চলাচলকারী পরিবহনগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ ** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইল: ০১৭১১-৯২২ ৪১৭; ** শ্যামলী পরিবহন - মোবাইল: ০১৭১১-৯৯৬ ৯৬৫; ** সিলেট এক্সপ্রেস - মোবাইল: ০১৭১৩-৮০৭ ০৬৯; ** মৌলভীবাজার সিটি - মোবাইল: ০১৭১৬-২৯১ ১১২; (contracted; show full) ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ * ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়। * সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়। এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ঃ: * কর্পোরেট অফিসঃ: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: [email protected], ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯ * ঢাকা এয়ারপোর্ট সেলস অফিসঃ: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৬০ * ওয়েবসাইট: www.uabdl.com। === জল পথে === প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ উপজেলার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানে সরাসরি নৌ পথে আসা যায়। == দর্শনীয় স্থান ও স্থাপনা == * [[শাহ মোস্তফার মাজার|হযরত শাহ মোস্তফার মাজার শরীফ]]; * [[মনু ব্যারেজ]]; * [[বর্ষিজোড়া ইকোপার্ক]]; * [[খোজার মসজিদ]]; * মুক্তিযোদ্ধা চত্বর - শেরপুর; * [[চা বাগান|চা বাগানসমূহ]]। == খাওয়া দাওয়া == মৌলভীবাজারে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। == থাকা ও রাত্রীি যাপনের স্থান == মৌলভীবাজারে থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২০,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব আবাসন এবং রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছেঃ * সার্কিট হাউস : কোর্ট রোড, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৬৩০২৫; * হোটেল সোনাগাঁও : শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার; * পর্যটন রেস্ট হাউজ : কুসুমবাগ, মৌলভীবাজার; * সেরাটন প্লাজা : কুসুমবাগ, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৫২০২০; * হোটেল হেলাল : সাইফুর রহমান রোড, মৌলভীবাজার; * গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সেন্টার : রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭৩০ ৭৯৩ ৫৫২-৯। == জরুরি নম্বরসমূহ == ;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * সিভিল সার্জন, মৌলভীবাজারঃ: ☎ ০৮৬১-৫২২৯৬; * জরুরি বিভাগ, সদর হাসপাতাল: ☎ ০৮৬১-৫৩০৮২; * আর.এম.ও. মৌলভীবাজারঃ: ☎ ০৮৬১-৫৩০৮২; * উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজারঃ: ☎ ০৮৬১-৫২৭৮৩; * চক্ষু হাসপাতাল: ☎ ০৮৬১-৫২৬৭০; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * জেলা প্রশাসকঃ: ☎ ০৮৬১-৬৩২০২ ও ৬৩২০১, মোবাইল : ০১৭১৫-১৭১ ৭৮৬; * পুলিশ সুপারঃ: ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : ০১৭১৩-৩৭৪ ৪৩৩; * ইউ.এন.ও. সদর, মৌলভীবাজারঃ: ☎ ০৮৬১-৬৩৭৫৪, মোবাইল : ০১১৯৮-১০০ ৪৫৭; * ওসি মৌলভীবাজারঃ: ০১৭১৩-৩৭৪ ৪৩৯; * ওসি শ্রীমঙ্গলঃ: ০১৭১৩-৩৭৪ ৪৪০। {{এর অংশ|মৌলভীবাজার জেলা}} [[বিষয়শ্রেণী:মৌলভীবাজার]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=20367.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|