Difference between revisions 21531 and 22397 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] অন্তর্ভূক্ত। ২৪°২৪´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৩৮´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[বালাগঞ্জ উপজেলা|বালাগঞ্জ]] ও [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[শ্রীমঙ্গল উপজেলা]]; পূর্বে [[রাজনগর উপজেলা]] ও [[কমলগঞ্জ উপজেলা]] এবং পশ্চিমে [[নবীগঞ্জ উপজেলা|নবীগঞ্জ]] ও [[শ্রীমঙ্গল উপজেলা]]। == কিীভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজার সদরের দূরত্ব ২০৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে মৌলভীবাজারের [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার। ==== সড়কপথ ==== (contracted; show full) ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল, ☎ ০৮৬২৬-৭১৩৫০, মোবাইল: +৮৮০১৯২৫-৪৭১ ৬২১; * কমলাপুর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল: +৮৮০১৭১১৬৯১৬১২; * বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯; * ওয়েবসাইট: www.railway.gov.bd। === আকাশ পথে === এই উপজেলায় সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে সরাসরি কিংবা রেলপথে শ্রীমঙ্গল এসে সেখান থেকে মৌলভীবাজার আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ * ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়। * সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়। এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: * কর্পোরেট অফিস: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: [email protected], ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯ * ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: +৮৮০১৭১৩-৪৮৬৬৬০ * ওয়েবসাইট: www.uabdl.com। === জল পথে === প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ উপজেলার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানে সরাসরি নৌ পথে আসা যায়। == দর্শনীয় স্থান ও স্থাপনা == * [[শাহ মোস্তফার মাজার|হযরত শাহ মোস্তফার মাজার শরীফ]]; * [[মনু ব্যারেজ]]; * [[বর্ষিজোড়া ইকোপার্ক]]; * [[খোজার মসজিদ]]; * মুক্তিযোদ্ধা চত্বর - শেরপুর; * [[চা বাগান|চা বাগানসমূহ]]। == খাওয়া দাওয়া == মৌলভীবাজারে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। == থাকা ও রাত্রি যাপনের স্থান == মৌলভীবাজারে থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২০,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব আবাসন এবং রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছেঃ * সার্কিট হাউস : কোর্ট রোড, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৬৩০২৫; * হোটেল সোনাগাঁও : শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার; * পর্যটন রেস্ট হাউজ : কুসুমবাগ, মৌলভীবাজার; * সেরাটন প্লাজা : কুসুমবাগ, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৫২০২০; * হোটেল হেলাল : সাইফুর রহমান রোড, মৌলভীবাজার; * গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সেন্টার : রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭৩০ ৭৯৩ ৫৫২-৯। == জরুরি নম্বরসমূহ == ;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * সিভিল সার্জন, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২২৯৬; * জরুরি বিভাগ, সদর হাসপাতাল: ☎ ০৮৬১-৫৩০৮২; * আর.এম.ও. মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫৩০৮২; * উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২৭৮৩; * চক্ষু হাসপাতাল: ☎ ০৮৬১-৫২৬৭০; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * জেলা প্রশাসক: ☎ ০৮৬১-৬৩২০২ ও ৬৩২০১, মোবাইল : +৮৮০১৭১৫-১৭১ ৭৮৬; * পুলিশ সুপার: ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : +৮৮০১৭১৩-৩৭৪ ৪৩৩; * ইউ.এন.ও. সদর, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৬৩৭৫৪, মোবাইল : ০১১৯৮-১০০ ৪৫৭; * ওসি মৌলভীবাজার: +৮৮০১৭১৩-৩৭৪ ৪৩৯; * ওসি শ্রীমঙ্গল: +৮৮০১৭১৩-৩৭৪ ৪৪০। {{এর অংশ|মৌলভীবাজার জেলা}} [[বিষয়শ্রেণী:মৌলভীবাজার]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=22397.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|