Difference between revisions 22184 and 25347 on bnwikivoyage{{পাতার ব্যানার|Toward K.B. Road, Bandarban, 5 Dec, 2011.jpg}} '''বান্দরবান সদর''' [[বাংলাদেশ|বাংলাদেশের]]ের [[বান্দরবান জেলা|বান্দরবান জেলার]]র অন্তর্গত একটি উপজেলা। == জানুন == চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত বান্দরবান সদর উপজেলার আয়তন ৪৯৫.৩৫ বর্গ কিলোমিটার। ১৯২৩ সালে বান্দরবান সদর থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন রয়েছে। === নামকরণ === বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ''ম্যাঅকছি ছড়া'' নামে । অর্থাৎ মারমা ভাষায় ''ম্যাঅক'' অর্থ ''বানর'' আর ''ছি'' অর্থ ''বাঁধ''। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে ''বান্দরবান'' হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রুপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম ''রদ ক্যওচি ম্রো''। === জনসংখ্যা === (contracted; show full)ান শহরে রাত্রিযাপনের জন্য সরকারি পরিচালনাধীন সার্কিট হাউজ, হিলটপ রেস্ট হাউজ, জেলা পরিষদ রেস্ট হাউজ, নীলাচল রেস্ট হাউজ, মেঘলা রেস্ট হাউজ রয়েছে। এছাড়াও অন্যান্য আবাসিক হোটেলগুলোে মধ্যে পর্যটন মোটেল, হোটেল হিল ভিউ, হোটেল হলিডে ইন রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, সাকুরা হিল রিসোর্ট, হোটেল গ্রীনল্যান্ড, হোটেল থ্রিস্টার, জোভি গেস্ট হাউজ, হোটেল রিভারভিউ, হোটেল সাঙ্গু, হিল সাইট রিসোর্ট উল্লেখযোগ্য। == খাওয়া দাওয়া == বান্দরবান শহরের যে কোন জায়গায় যে কোন মানের খাবার খেতে পারেন। {{এর অংশ|বান্দরবান জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=25347.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|