Difference between revisions 22422 and 23393 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''শায়েস্তাগঞ্জ উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলার]] এর অন্তর্ভূক্ত।
  
== কীভাবে যাবেন? ==
 
=== স্থল  পথে ===
সড়ক পথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জের দূরত্ব ১৬৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[হবিগঞ্জ|হবিগঞ্জের]] উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাস রয়েছে একাধিক পরিবহন কোম্পানীর; এগুলোতে করে সরাসরি শায়েস্তাগঞ্জ আসা যায়। ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলো - 
* এসি বাসে - ২৫০ টাকা এবং
* নন-এসি বাসে - ২০০ টাকা।

(contracted; show full)	 
== জরুরি নম্বরসমূহ ==
;পরিবহন সম্পর্কিত যোগাযোগের জন্য
* অগ্রদূত পরিবহন, ☎ ০৮৩১-৫২৩৫১; +৮৮০১৭১৮৬০০৫৫১; +৮৮০১৭১৬০৩৮৬৯১।
* দিগন্ত পরিবহন, ☎ ০৮৩১-৫২৮৭৩; +৮৮০১৭১১৩২৯৯৪৪;  +৮৮০১৭১৮০১৬৯৬৩।
* বিছমিল্লাহ পরিবহন, ☎ ০৮৩১-৫২৩৭১; +৮৮০১৭১১৯০৮৬৮৪।

{{এর অংশ|হবিগঞ্জ জেলা}}