Difference between revisions 22718 and 24386 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট''' সাতক্ষীরা শহরের জিরোপয়েন্ট হতে মাত্র ৪ কিলোমিটার দূরে খড়িবিলা নামক স্থানে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট। এটি স্থানীয়ভাবে মন্টু সাহেবের বাগান বাড়ি নামেও পরিচিত।

==কীভাবে যাবেন==
প্রথমে সাতক্ষীরা জেলা সদরে যেতে হবে। ঢাকার কল্যাণপুর, মালিবাগ ও গাবতলীসহ প্রায় সব বাসস্ট্যান্ড থেকে এসি-নন এসি পরিবহনে সাতক্ষীরা যাওয়া যায়। সাতক্ষীরা শহর থেকে বাস অথবা সিএনজি অটোরিকশায় করে রিসোর্টে পৌছান সম্ভব।
===নন এসি বাস===
{|
|-
| সোহাগ পরিবহন|| ৫৫০ টাঁকা
|-
| সাতক্ষীরা এক্সপ্রেস|| ৫০০ টাকা
|-
| এস পি গোল্ডেন লাইন|| ৫০০ টাকা
|-
| হানিফ এন্টারপ্রাইজ|| ৫০০ টাকা
|-
| শুভ বসুন্ধরা পরিবহন || ৫০০ টাকা
|-
| এ কে ট্রাভেলস || ৫০০ টাকা
|-
| আর এম ট্রাভেলস || ৫০০ টাকা
|-
| কিং ফিশার ট্রাভেলস || ৫০০ টাকা
|-
| কে লাইন || ৫০০ টাকা
|-
| গ্রীন লাইন || ৫০০ টাকা
|-
| ঈগল পরিবহন || ৫০০ টাকা
|-
| মামুন এন্টারপ্রাইজ || ৫০০ টাকা
|-
| সৌদিয়া পরিবহন || ৫০০ টাকা
|-
| শ্যামলী || ৫০০ টাকা
|}
===এসি বাস সার্ভিস===
{|
|-
| এস পি গোল্ডেন লাইন|| ১২০০ টাঁকা
|-
| এ কে ট্রাভেলস|| ১২০০ টাকা
|}

==কি দেখবেন==
রিসোর্টটির অভ্যন্তরে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির বৃক্ষ, ফুল-ফল ও পশু-পাখির সমারোহ রয়েছে। বাগানের চারিদিকে অত্যন্ত দর্শনীয়ভাবে লাগানো হয়েছে আম, নারিকেল ও মেহগনি গাছ। এছাড়াও সমগ্র উদ্যান জুড়ে লাগানো হয়েছে লিচু, আপেল, কমলা, ছবেদা, পেয়ারা, পাম গাছ, কুল সহ বিভিন্ন প্রকারের কয়েক হাজার গাছ।  রিসোর্টটি বিভিন্ন জাতের হাজারো ফুল গাছ দিয়ে মনোরমভাবে সুসজ্জিত করা হয়েছে ।  উদ্যানের অভ্যন্তরে রয়েছে বৃহদাকার ০৮টি হ্রদ, একটি প্রাকৃতিক সাঁতার কাটার পুল ও দুটি বৃহদাকার মাছের এ্যাকুরিয়াম। এ্যাকুরিয়াম সমূহে নানান রঙের বিভিন্ন বিদেশী মাছ শ(contracted; show full)

== যোগাযোগের নম্বর ==
রিসোর্টটির ঢাকার অফিসের ঠিকানা- ৯৩, সোহরাওয়ার্দি অ্যাভিনিউ, বারিধারা। ফোন- ০১৭১২১০৪৪৩৯। রিসোর্টের ঠিকানা- মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, খাড়িবিল, সাতক্ষীরা- ৯৪০০। স্থানীয়ভাবে পরিচিত মন্টু মিয়ার বাগানবাড়ি হিসেবে। ফোন- ০১৭১৯৭৬৯০০৯, ০১১৯১৮১২২৫৭। ই-মেইল- [email protected], [email protected]|

{{এর অংশ|সাতক্ষীরা জেলা}}