Difference between revisions 23976 and 25573 on bnwikivoyage

{{delete}}
{{পাতার ব্যানার}}
'''কলকাতা''' হল [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] ক্ষুদ্রতম জেলা। এই জেলার আয়তন মাত্র ১৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৪৫ লাখ। জেলাটি আয়তনে ক্ষুদ্র হলেও প্রতিবছর এই জেলায় পর্যটকের আগ্রমন ঘটে। এই জেলা রাজ্যের রাজধানী কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কলকাতা পুলিশ ও কলকাতা পৌরসংস্থার এক্তিয়ার এলাকার অংশবিশেষ এই জেলার জেলা সমাহর্তার এক্তিয়ার এলাকাভুক্ত। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই। কলকাতা জেলা পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটির কোনো মহকুমা নেই।

কলকাতা জেলার গণপরিষেবা (জল সরবরাহ, নিকাশী ইত্যাদি) দেয় কলকাতা পৌরসংস্থা। তবে পৌরসংস্থার এক্তিয়ারভুক্ত অন্যান্য এলাকা ও শহরতলি এলাকা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলার অন্তর্ভুক্ত।
== জেলা ==

{{এর অংশ|প্রেসিডেন্সি বিভাগ}}