Difference between revisions 25501 and 25502 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''মণিপুরী জাদুঘর''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত সুবিদবাজার এলাকায় অবস্থিত। এটি সিলেটের অন্যতম একটি সংগ্রহশালা হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানটি [[সিলেট|সিলেট শহরের]] '০' পয়েন্টের ৩ কিলোমিটারের মধ্যে রয়েছে। == বিশেষত্ব == সুবিদবাজার এলাকায় একটি ভাড়া বাসায় এই জাদুঘরটি স্থাপিত। এটি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। প্রায় ২০০ বছর পূর্বে রাজ্য হতে বিতাড়িত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মণিপুরীরা এ অঞ্চলে এক ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে চলছে শতাব্দির পর শতাব্দি। তাদের এই কৃষ্টি-কালচার জানা ও বুঝার জন্য সিলেট মণিপুরী জাদুঘর এক অনন্য মাধ্যম। মণিপুরী হস্তশিল্প, নৃত্যকলা, সাহিত্য প্রভৃতির বিভিন্ন নিদর্শন দিয়ে এই জাদুঘরটি সজ্জিত। == কীভাবে যাবেন? == সড়ক, রেল বা আকাশ পথে [[সিলেট]]ে যোগাযোগের সুবিধা রয়েছে। সিলেট শহরের যেকোন জায়গা থেকে রিক্সা, সিএনজি অটো রিক্সা বা গাড়ীযোগে এখানে আসা যায়। == যেসব দৃশ্যাবলী দেখবেন == সিলেট নগরের সুবিদবাজারে অবস্থিত মণিপুরী জাদুঘরটিতে রাখা সংগ্রাবলী প্রাচীন ও আধুনিক মণিপুরী কীর্তির অন্যতম নির্দশন, যার নির্মাণ শৈলী এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এখানে দেখতে পাবেন মণিপুরী বস্ত্র তৈরি পদ্ধি ও সরঞ্জাম এবং বস্ত্রদি, বাদ্যযন্ত্র, অস্ত্র, গৃহস্থলীর দ্রব্যাদি, অলংকারাদী প্রভৃতি। === সংলগ্ন দর্শনীয় এলাকাসমূহ === * [[শাহজালালের মাজার|হযরত শাহজালালের দরগাহ শরীফ]] * [[হাছন রাজা জাদুঘর, সিলেট|হাছন রাজার মিউজিয়াম]] * [[মালনীছড়া চা বাগান]] * [[ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর|ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর]] * পর্যটন মোটেল * ড্রিমল্যান্ড পার্ক * [[আলী আমজদের ঘড়ি]] * [[ক্বীন ব্রীজ]] * [[জিতু মিয়ার বাড়ি]]। * [[মণিপুরী রাজবাড়ি|মনিপুরী রাজবাড়ি]] * [[ওসমানী জাদুঘর]] * [[শাহী ঈদগাহ]] * ওসমানী শিশু পার্ক। == খাওয়া দাওয়া == জাদুঘরটির আশেপাশেই প্রচুর হোটেল - রেস্তোরা আছে খাওয়া - দাওয়া করার জন্য। স্থানীয় পর্যায়ের বিখ্যাত খাদ্য হলো আথনী পোলাও ও সাতকরা (হাতকরা)। আরও কিনতে পারবেন স্থানীয় আনারস, কমলা, পান, লেবু, কাঠাল, চা-পাতা, তাজা মাছ। স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলোতে এসকল দ্রব্যাদির তৈরি নানারকম খাদ্যও পাওয়া যায়। জাদুঘরটির খুব নিকটেই রয়েছে কিছু উন্নতমানের হোটেল-রেস্তোরাঁঃ * পানশী রেস্তোরাঁ, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * পাঁচভাই রেস্তোরাঁ, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * ভোজনবাড়ি রেস্তোরাঁ, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * প্রীতিরাজ রেস্তোরাঁ, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * স্পাইসি রেস্তোরাঁ, সিটি সেন্টার, জিন্দাবাজার, সিলেট, ☎ ০৮২১-২৮৩২০০৮; * রয়েলশেফ, মির্জাজাঙ্গাল, সিলেট, ☎ ০৮২১-৭২৩০৯৬। == থাকা ও রাত্রি যাপনের স্থান == জাদুঘরটির নিকটে কিছু আবাসিক হোটেল রয়েছে; তবে তুলনামূলক ভালো মানের হোটের রয়েছে শাহজালালের দরগা এলাকায়। সেখানে থাকার জন্য প্রচুর আবাসিক হোটেল রয়েছে যেগুলোতে সিলেট ভ্রমণে আসা অধিকাংশ পর্যটক অবস্থান করে। এসি এবং নন-এসি - এই উভয় ধরনের রুমের ব্যবস্থা সমৃদ্ধ ঐসকল হোটেলে মান ও বর্ডার ভেদে ভাড়া নেয়া হয় ৩০০/- হতে ২,৫০০/-। এছাড়াও থাকার জন্য আশেপাশেই কয়েক কিলোমিটারের মধ্যে কিছু উন্নতমানের হোটেলও রয়েছে - * হোটেল রোজভিউ ইন্টারন্যাশনাল (৫ স্টার) : উপশহর, সিলেট; ☎ ০৮২১-৭২১৮৩৫, ২৮৩১২১৫০৮-১৪, ২৮৩১৫১৬-২১, মোবাইল: ০১১৯৫১১৫৯৬৪, ইমেইল- [email protected], [email protected] * হোটেল ফরচুন গার্ডেন : জেল রোড, সিলেট, ☎ ০৮২১-৭১৫৫৯০, ৭২২৪৯৯, ফ্যাক্স: ০৮২১-৭১৫৫৯০, মোবাইল: +৮৮০১৭১১-১১৫১৫৩, ইমেইল- [email protected], ওয়েব: www.hotelfortunegarden.com * হোটেল ডালাস : তামাবিল রোড, মিরাবাজার, সিলেট, ☎ ০৮২১-৭২০৯৪৫, ৭২০৯২৯, ইমেইল- [email protected], ওয়েব: www.hoteldallassylhet.com * হোটেল সুপ্রিম : তামাবিল রোড, মিরাবাজার, সিলেট, ☎ ০৮২১-৮১৩১৬৯, ৭২০৭৫১, ৮১৩১৭২, ৮১৩১৭৩, ফ্যাক্স: ০৮২১-৮১৩১৭১, মোবাইল: +৮৮০১৭১১-১৯৭০১২, +৮৮০১৬৭৪-০৭৪১৫৭, ইমেইল- [email protected], [email protected] * হোটেল হিলটাউন : ভিআইপি রোড, তেলি হাওড়, সিলেট, ☎ ০৮২১-৭১৮২৬৩, মোবাইল:- +৮৮০১৭১১৩৩২৩৭১, ৭১৬০৭৭, ওয়েব: www.hiltownhotel.com * নাজিমগড় রিসোর্ট : ☎ ০৮২১-২৮৭০৩৩৮-৯, ওয়েব: www.nazimgarh.com == জরুরি নম্বরসমূহ == ;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: ☎ ০৮২১-৭১৭ ০৫৫; * রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল: ☎ ০৮২১-৭১৯ ০৯০, ৭১৯ ০৯১-৬; * সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল: ☎ ০৮২১-২৮৩ ০৫২০; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * ওসি কোতয়ালী, সিলেট: +৮৮০১৭১৩-৩৭৪ ৩৭৫।⏎ ⏎ {{এর অংশ|সিলেট}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=25502.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|