Difference between revisions 7592 and 9367 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''রংপুর সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[রংপুর জেলা|রংপুর জেলার]] অন্তর্ভূক্ত। রংপুর সদর উপজেলা ২৫°৩৯´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°০৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[গঙ্গাচড়া উপজেলা|গঙ্গাচড়া উপজেলা]]; দক্ষিণে [[মিঠাপুকুর উপজেলা|মিঠাপুকুর উপজেলা]]; পূর্বে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[পীরগাছা উপজেলা|পীরগাছা উপজেলা]] এবং পশ্চ(contracted; show full)
এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ 
**  ম্যানেজার, সৈয়দপুর বিমান বন্দর, মোবাইল - ০১৫৫৬-৩৮৩ ৩৪৯।

=== জল পথে ===
অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে, কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। তবে, চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

== দ
র্শনীয় স্থান ও স্থাপনােখুন ==
* মাহিগঞ্জ প্রাচীন মসজিদ;
* কেরামতিয়া মসজিদ;
* মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাযার;
* মাহিগঞ্জ শাহ জালাল বোখারীর মাযার;
* তাজহাট রাজবাড়ি / রংপুর জাদুঘর;
* পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি;
* জেলা পরিষদ ভবন;
(contracted; show full)* রংপুর মেডিকেল কলেজ হাসপাতালঃ ☎ ০৫২১-৬৩৬৩০, ৬১৬০০, ৬৩৬০৩;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. রংপুর সদর, রংপুরঃ ☎ ০৫২১-৬২১১৬, মোবাইল - ০১৭৬১-৪৯১ ৩২৩;
* ওসি কোতয়ালী, রংপুরঃ ০১৭১৩-৩৭৩ ৮৭৪।

{{এর অংশ|}}
[[Category:!Main category]]