Difference between revisions 7778 and 10505 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
[[Fileচিত্র:Rupban Mura, Comilla 11 September 2016 04.jpg|thumb|রূপবান মুড়া]]
'''রূপবান মুড়া''' বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রত্নত্ত্বাতিক স্থান।

==জানুন==
নব্বই দশকের দিকে এটি খনন করা হয়।

===প্রাপ্ত নিদর্শনসমূহ===

এটি খনন করার পরে ৩৪.১৪ মি × ২৫ মি (১১২.০ ফু × ৮২.০ ফু) পরিমাপের একটি বিহার এবং ২৮.৯৬ মি × ২৮.৯৬ মি (৯৫.০ ফু × ৯৫.০ ফু) পরিমাপের মন্দিরের ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। এছাড়া মুড়োটির পূর্ব পাশের প্রকৌষ্ঠ থেকে বেলে পাথরের কারুকাজ করা বৃহদাকার ১টি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। ধারনা করা হয় মূর্তিটি ৭ম থেকে ১২শ শতাব্দীর।

== কীভাবে যাবেন==
কুমিল্লা-কালীর বাজার সড়কের দক্ষিণে বর্তমান বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী) এবং বি.জি.বি (বর্ডার গার্ড বাংলাদেশ) স্থাপনার মাঝখানে একটি টিলার উপরে এই মুড়া অবস্থিত।

==কোথায় থাকবেন==
কুমিল্লা শহরে অনেকগুলো ভাল মানের হোটেল আছে। সেখানে থাকতে পারেন। বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী) খুব কাছে। বার্ডে যোগাযোগ করলে সেখানে থাকার অনুমতি পাওয়া যেতে পারে।

==সতর্কতা==

{{এর অংশ|}}
[[Category:!Main category]]