Difference between revisions 7982 and 10531 on bnwikivoyage{{পাতার ব্যানার}} [[Fileচিত্র:Sylhet02.jpg|right|thumb|হয়রত শাহজালালের সমাধি সৌধ।]] '''হযরত শাহজালালের মাজার''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত। এটি [[সিলেট জেলা|সিলেট শহরের]] ঠিক মধ্যস্থলে এবং '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে। স্থানীয়ভাবে এলাকাটিকে ''দরগা এলাকা'' এবং প্রবেশপথটিকে ''দরগা গেইট'' বলা হয়। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে প্রথমে সিলেট যেতে হবে; অতঃপর সেখান থেকে মাজারে যেতে হবে। ঢাকা হতে সড়ক পথে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। সিলেট এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি অটো রিক্সায় অতি সহজেই মাজারে আসা যায়। * সিলেটের মূল বাস স্ট্যান্ড কদমতলী বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে দরগায় আসার জন্য ভাড়া হবেঃ ** রিক্সায় - ৫০/- - ৮০/-; ** সিএনজিতে - ৮০/- - ১২০/-। ==== সড়কপথে সিলেট আসা ==== [[Fileচিত্র:Hazrat Shahjalal Mazar Gate.jpg|right|thumb|দরগাহ প্রধান ফটক ''দরগা গেইট''।]] [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ|সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[সিলেট বিভাগ|সিলেটে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪.৩০ হতে ৬ ঘন্টা। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আল-মোবারাকা সোহাগ, হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * সোহাগ পরিবহনঃ ☎ ০২-৯৩৩১৬০০ (ফকিরাপুল), ৯১৩২৩৬০ (কমলাপুর), ৯১৩২৩৬০ (কল্যাণপুর), ৭১০০৪২২ (আরমবাগ), ০৮২১-৭২২২৯৯ (সোবাহানীঘাট, সিলেট); * আল-মোবারকা পরিবহনঃ ☎ ০২-৭৫৫৩৪৮৩, ০৪৪৭৭৮০৩৪২২, মোবাইল: ০১৭২০-৫৫৬১১৬, ০১৮১৯-১৮৩৬১১, ০১৭১৫-৮৮৭৫৬৬; * গ্রীণ লাইন পরিবহনঃ ☎ ০২-৭১৯১৯০০ (ফকিরাপুল), ০১৭৩০-০৬০০৮০ (কল্যাণপুর), ০৮২১-৭২০১৬১ (সোবাহানীঘাট, সিলেট); * হানিফ এন্টারপ্রাইজঃ মোবাইল ০১৭১৩-৪০২৬৬১ (কল্যাণপুর), ০১৭১১৯২২৪১৩ (কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট); * শ্যামলী পরিবহনঃ ☎ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫ (কল্যাণপুর), ০১৭১৬০৩৬৬৮৭ (কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট)। ⏎ ⏎ * ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৯০০/- (রেগুলার) ও ১২০০/- (এক্সিকিউটিভ) এবং ** নন-এসি বাসে - ৪৭০/-। ==== রেলপথে সিলেট আসা ==== [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর|কমলাপুর]] রেল স্টেশন বা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ * ৭১০ পারাবত এক্সপ্রেস - সিলেট হতে দুপুর ০৩ টায় ছাড়ে এবং ঢাকায় রাত ০৯ টা ৪৫ মিনিটে পৌছে (মঙ্গলবার বন্ধ) ও ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে এবং সিলেট পৌছে দুপুর ০১ টা ৪৫ মিনিটে (মঙ্গলবার বন্ধ); * ৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস - সিলেট হতে সকাল ০৮ টা ৪০ মিনেটে ছাড়ে এবং ঢাকায় বিকাল ০৪ টায় পৌছে (বৃহস্পতিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং সিলেট পৌছে সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিটে (কোন বন্ধ নেই); * ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস (শনিবার বন্ধ) সিলেট হতে সকাল ১০ টা ১৫ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে রাত ০৭ টা ৪৫ মিনিটে পৌছে; * ৭২৪ উদয়ন এক্সপ্রেস (রবিবার বন্ধ) সিলেট হতে রাত ০৭ টা ২০ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে ভোর ০৫ টা ৫০ মিনিটে পৌছে; * ৭৪০ উপবন এক্সপ্রেস - সিলেট হতে রাত ১০ টায় ছাড়ে এবং ঢাকায় ভোর ০৫ টা ১০ মিনিটে পৌছে (কোন বন্ধ নেই) ও ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে এবং সিলেট পৌছে ভোর ৫ টা ১০ মিনিটে (বুধবার বন্ধ); * ৭৭৪ কালনী এক্সপ্রেস - সিলেট হতে সকাল ০৭ টায় ছাড়ে এবং ঢাকায় দুপুর ০১ টা ২৫ মিনিটে পৌছে (শুক্রবার বন্ধ) ও ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে এবং সিলেট পৌছে রাত ১০ টা ৪৫ মিনিটে (শুক্রবার বন্ধ)। [[Fileচিত্র:Lighting at Shahjala Mazar, Sylhet.jpg|right|thumb|দরগাহ মিনারের মাথায় অবস্থিত আলোকোজ্জ্বল ''আল্লাহু'' শব্দ।]] ঢাকা-সিলেট রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে সিলেট আসার ক্ষেত্রে ভাড়া হলো - * ২য় শ্রেণির সাধারণ - ৮০ টাকা; * ২য় শ্রেণির মেইল - ১১০ টাকা; * কমিউটার - ১৩৫ টাকা; * সুলভ - ১৬০ টাকা; * শোভন - ২৬৫ টাকা; * শোভন চেয়ার - ৩২০ টাকা; * ১ম শ্রেণির চেয়ার - ৪২৫ টাকা; * ১ম শ্রেণির বাথ - ৬৪০ টাকা; * স্নিগ্ধা - ৬১০ টাকা; * এসি সীট - ৭৩৬ টাকা এবং * এসি বাথ - ১,০৯৯ টাকা। ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কমলাপুর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২ * বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯ * ওয়েবসাইট: www.railway.gov.bd === আকাশ পথে সিলেট আসা === সিলেটে সরাসরি বিমানে আসা যায়; ঢাকা থেকে সিলেটের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে সিলেটে আসার জন্য। ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ * ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়। * সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়। এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কর্পোরেট অফিসঃ উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: [email protected], ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯ * ঢাকা এয়ারপোর্ট সেলস অফিসঃ ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৬০ * ওয়েবসাইট: www.uabdl.com === জল পথে === [[Fileচিত্র:Shah Jalal Mazar, The layers.jpg|right|thumb|দরগাহর জালালী কবুতর।]] ঢাকা থেকে বা সিলেট শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। == যেসব দৃশ্যাবলী দেখবেন == * মাজার শরীফ; * চত্বরস্থ পুকুর ও সেখানকার গজার মাছ; * চত্বরে উড়ে বেড়ানো জালালী কবুতর; * শাহজালারের আমলের রান্নার বিশালাকার ডেকচি; * সংলগ্ন কবরস্থান; * সংলগ্ন মাদ্রাসা। === সংলগ্ন দর্শনীয় এলাকাসমূহ === * [[ক্বীন ব্রীজ|ক্বীন ব্রীজ]] * [[হাছন রাজা জাদুঘর|হাছন রাজার মিউজিয়াম]] * [[মালনীছড়া চা বাগান|মালনীছড়া চা বাগান]] * [[ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর|]] * [[ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর]] * পর্যটন মোটেল * ড্রিমল্যান্ড পার্ক * [[আলী আমজদের ঘড়ি|আলী আমজদের ঘড়ি]] * [[জিতু মিয়ার বাড়ী|]] * [[জিতু মিয়ার বাড়ী]] * [[মনিপুরী রাজবাড়ি|মনিপুরী রাজবাড়ি]]। * [[মনিপুরী জাদুঘর|মনিপুরী জাদুঘর]] * [[শাহী ঈদগাহ|]] * [[শাহী ঈদগাহ]] * ওসমানী শিশু পার্ক। == খাওয়া দাওয়া == মাজার গেইট এলাকায় প্রচুর হোটেল - রেস্তোরা আছে খাওয়া - দাওয়া করার জন্য। স্থানীয় পর্যায়ের বিখ্যাত খাদ্য হলো আথনী পোলাও ও সাতকরা (হাতকরা)। আরো কিনতে পারবেন স্থানীয় আনারস, কমলা, পান, লেবু, কাঠাল, চা-পাতা, তাজা মাছ। স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে এসকল দ্রব্যাদির তৈরি নানারকম খাদ্যও পাওয়া যায়। দরগার খুব নিকটেই রয়েছে কিছু উন্নতমানের হোটেল-রেস্টুরেন্টঃ * পানশী রেস্টুরেন্ট, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * পাঁচভাই রেস্টুরেন্ট, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * ভোজনবাড়ি রেস্টুরেন্ট, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * প্রীতিরাজ রেস্টুরেন্ট, জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট; * স্পাইসি রেস্টুরেন্ট, সিটি সেন্টার, জিন্দাবাজার, সিলেট, ☎ ০৮২১-২৮৩২০০৮; * রয়েলশেফ : মির্জাজাঙ্গাল, সিলেট, ☎ ০৮২১-৭২৩০৯৬। == থাকা ও রাত্রী যাপনের স্থান == [[Fileচিত্র:05122009 Pond Hazrat Shahjalal Majar Sylhet photo1 Ranadipam Basu.jpg|right|thumb|দরগাহর পুকুর।]] দরগা এলাকায়ই থাকার জন্য প্রচুর আবাসিক হোটেল রয়েছে যেগুলোতে সিলেট ভ্রমণে আসা অধিকাংশ পর্যটক অবস্থান করে। এসি এবং নন-এসি - এই উভয় ধরনের রুমের ব্যবস্থা সমৃদ্ধ এসকল হোটেলে মান ও বর্ডার ভেদে ভাড়া নেয়া হয় ৩০০/- হতে ২,৫০০/-। এছাড়াও থাকার জন্য আশেপাশেই কয়েক কিলোমিটারের মধ্যে কিছু উন্নতমানের হোটেলও রয়েছে - (contracted; show full)* রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালঃ ☎ ০৮২১-৭১৯০৯০, ৭১৯০৯১-৬; * সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালঃ ☎ ০৮২১-২৮৩০৫২০; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * ওসি কোতয়ালী, সিলেটঃ ০১৭১৩৩৭৪৩৭৫; * ওসি দক্ষিন সুরমাঃ ০১৭১৩৩৭৪৩৮৬। {{এর অংশ|}} ⏎ [[Category:!Main category]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=10531.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|