Difference between revisions 8498 and 10576 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''হাসন রাজার বাড়ি''' [[সুনামগঞ্জ জেলা|সুনামগঞ্জ জেলার]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট বিভাগ|সিলেটের]] [[সুনামগঞ্জ সদর উপজেলা|সুনামগঞ্জ সদরের]] অন্তর্গত তেঘরিয়ার সাহেববাজার ঘাটের পার্শ্বে অবস্থিত। এটি সুনামগঞ্জের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৮৫৪ সালে এখানেই জন্মান জমিদার দেওয়ান হাছন রাজা চৌধুরী। এটি [[সুনামগঞ্জ|সুনামগঞ্জ শহরের]] '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে।

== বিশেষত্ব ==
সুনামগঞ্জ শহরের তেঘরিয়ার সাহেববাজার ঘাটের পার্শ্বে সুরমা নদীর কূল ঘেষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী হাসন রাজার বাড়ি। ১৮৫৪ সালে এখানেই তিনি জন্মান এবং ১৯২১ সালে মৃত্যুবরণ করেন। এটি সুনামগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত। হাসন রাজারা ছিলেন সম্ভ্রান্ত জমিদার। মরমী সাধক হাসন রাজা তার জীবনের অধিকাংশ সময়ই এখানে কাটিয়েছেন। এটি বর্তমানে "হাছন রাজা মিউজিয়াম" হিসাবে পরিবর্তিত হয়েছে।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে প্রথমে সুনামগঞ্জ যেতে হবে; অতঃপর সেখান থেকে বাড়িটিতে যেতে হবে। সড়ক পথে ঢাকা হতে সুনামগঞ্জের দূরত্ব ২৯৬ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয়। সুনামগঞ্জ এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি অটো রিক্সায় অতি সহজেই সাহেববাজার ঘাটের সন্নিকটস্থ হাসন রাজার বাড়িতে আসা যায়। 
* সুনামগঞ্জের মূল বাস স্ট্যান্ড থেকে সাহেববাজার ঘাটের নিকটস্থ বাড়িটিতে আসার জন্য ভাড়া হবেঃ
** রিক্সায় - ১০/- - ২০/-;
** সিএনজিতে - ৫০/- - ৮০/-।  

==== সড়কপথে সুনামগঞ্জ আসা ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ|সায়েদাবাদ]], [[ফকিরাপুল|ফকিরাপুল]] ও [[মহাখালী|]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন, শ্যামলী, এনা, নূর, একতা, সাউদিয়া, নিউ লাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ঘন্টায়। এছাড়াও বিআরটিসি (কুমিল্লা হতে), নাসিরাবাদ (ময়মনসিংহ হতে) পরিবহণ কোম্পানীর বাসে আসা যায়।

* মামুন পরিবহনঃ ☎ ০৮৭১-৬১১৬৭ (সুনামগঞ্জ), ০১৭১৮-৪৩৮ ৭৩২ (ফকিরাপুল), ০১৭১১-৩৩৭ ৮৫১ (সায়েদাবাদ);
* এনা পরিবহনঃ মোবাইল: ০১৭৭৬-১৯১ ৪১৮;
* শ্যামলী পরিবহনঃ ☎ ০৮৭১-৬১৪৯৮ (সুনামগঞ্জ), ০১৭১৪-৫৩৭ ৯১৬ (গাবতলী)।


* ঢাকা-সুনামগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৯০০/- এবং
** নন-এসি বাসে - ৫৫০/-।

==== রেলপথে সুনামগঞ্জ আসা ====
সুনামগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; রেল পথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে।

তবে, [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর|কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম|চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি সিলেট এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জ আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
* ৭১০ পারাবত এক্সপ্রেস - সিলেট হতে দুপুর ০৩ টায় ছাড়ে এবং ঢাকায় রাত ০৯ টা ৪৫ মিনিটে পৌছে (মঙ্গলবার বন্ধ) ও ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে এবং সিলেট পৌছে দুপুর ০১ টা ৪৫ মিনিটে (মঙ্গলবার বন্ধ);
(contracted; show full)

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ  
* কমলাপুর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২
* বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯
* ওয়েবসাইট: www.railway.gov.bd

=== আকাশ পথে সুনামগঞ্জ আসা ===
সুনামগঞ্জ আসার জন্য সরাসরি বিমান যোগাযোগ নেই; ঢাকা থেকে সিলেটে সরাসরি বিমানে এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জে আসতে হয়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।
  

ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ
* ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়।
* সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়।

এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ 
(contracted; show full)বর্তমানে বাড়ীটিতে বাদক যন্ত্র থেকে রাজার জমিদারি ম্যাপ - সকল কিছু আছে সংগ্রহে! আছে রাজার ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বই ও নিজের হাতের লেখা কবিতার ও গানের পান্ডুলিপিসহ ব্যবহার্য জিনিসপত্র। ঘরের এবং ঘরের বাইরের সব সংগ্রহের পাশাপাশি স্থান পেয়েছে বিশিষ্টজনের সঙ্গে রাজার সাক্ষাৎ ও দর্শনার্থীদের ভ্রমণের বিশেষ কিছু ছবি।

* রাজার ঘড়িঘর ও সংলগ্ন এলাকা;
* সুরমা নদীতে নৌ-ভ্রমণ;
* আব্দুজ জহুর ব্রীজ।

=== সংলগ্ন দর্শনীয় এলাকাসমূহ ===
* [[সুনামগঞ্জ ঐতিহ্য
 জাদুঘর|সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর]];
* সরকারি জুবিলী স্কুল;
* রিভারভিউ পর্যটন কেন্দ্র;
* [[গৌরারং জমিদার বাড়ি|গৌরারং জমিদার বাড়ি]]।

== খাওয়া দাওয়া ==
বাড়িটির আশেপাশেই প্রচুর হোটেল - রেস্তোরা আছে খাওয়া - দাওয়া করার জন্য। স্থানীয় পর্যায়ের বিখ্যাত খাদ্য হলো আথনী পোলাও ও সাতকরা (হাতকরা)। এছাড়াও স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের দারুন সুখ্যাতি রয়েছে। আরও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে এসকল দ্রব্যাদির তৈরি সুস্বাদু খাবার পাওয়া যায়।

== থাকা ও রাত্রী যাপনের স্থান ==
সুনামগঞ্জে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত রেস্ট হাউস ও মোটামুটি মানের হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব হোটেলের মধ্যে রয়েছে -
* হোটেল নূর : পূর্ববাজার, স্টেশন রোড, সুনামগঞ্জ, ☎ ০৮৭১-৫৫২২৫, মোবাইলঃ ০১৭১৮-৬৩০ ৮৮৭;
* হোটেল সারপিনিয়া : জগন্নাথবাড়ী রোড, সুনামগঞ্জ, ☎ ০৮৭১-৫৫২৭৮;
* হোটেল নূরানী : পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড, সুনামগঞ্জ, ☎ ০৮৭১-৫৫৩৪৬, মোবাইলঃ ০১১৯৬-১৪২ ৯৩৯;
* হোটেল মিজান : পূর্ববাজার, স্টেশন রোড, সুনামগঞ্জ, ☎ ০৮৭১-৫৫৬৪০।

== জরুরী নম্বরসমূহ ==
;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* সিভিল সার্জন, সুনামগঞ্জঃ ০১৭৫৩-৫১৬ ২০৭;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* জেলা প্রশাসকঃ ☎ ০৮৭১-৬২০০০, মোবাইল : ০১৭১৩-৩০১ ১৭৮;
* ওসি সুনামগঞ্জঃ ০১৭১৩-৩৭৪ ৪১৮।

{{এর অংশ|}}
[[Category:!Main category]]