Difference between revisions 9427 and 9429 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''হিমছড়ি''' বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের [[কক্সবাজার জেলা]]য় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ==কিভাবে যাবেন== কক্সবাজার শহরের ১২ কিলোমিটার দক্ষিণে এবং কলাতলী সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। কক্সবাজার শহর থেকে জিপ গাড়িতে চড়ে হিমছড়িতে যাওয়া যায়। হিমছড়ির উদ্দেশে কক্সবাজার সৈকত থেকে সব সময়ই গাড়ি ছেড়ে যায়। এছাড়া রিক্সা বা অটোরিক্সাতেও হিমছড়ি যাওয়া যাবে। ==কি দেখবেন== হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝরণায় পানি থাকে না বা শুষ্ক থাকে। তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি, পর্যটকদের অনন্য এক আকর্ষণ। এখানে সমুদ্রের পাশে ড্রাইভ করা যায়। * [[হিমছড়ি জাতীয় উদ্যান]] *হিমছড়ি ইকো পার্ক পর্যটন কেন্দ্র <gallery> File: Himchari 2.jpg |হিমছড়ি: আকাশ, সাগর, পাহাড়ের অপূর্ব বন্ধন File: Himchari-Waterfalls-2010.jpg|হিমছড়ির জলপ্রপাত। File: Himchari 1.jpg|হিমছড়ি সমুদ্র সৈকত। File: Coxbazar Himchari 1.JPG|পর্যটকদের বিশ্রামাস্থান। </gallery> ==কিনুন== হিমছড়ি বেড়াতে আসলে এখানকার আদিবাসীদের তৈরি বিভিন্ন পণ্য যেমনঃ হাতে বোনা কাপড়, গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী কিনতে পারেন। ==থাকুন== কক্সবাজারে থাকার ব্যবস্থা খুবই উন্নত। এখানে পাঁচ তারকা মানের বেশ কয়েকটি হোটেলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন মানের প্রচুর হোটেল, মোটেল ও গেস্ট হাউজ রয়েছে। ১। হোটেল সীগাল হোটেল মোটেল জোন কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার ফোনঃ +৮৮-০৩৪১-৬২৪৮০-৯০ মোবাইলঃ +৮৮০১৭৬৬৬৬৬৫৩০, +৮৮০১৭৬৬৬৬৬৫৩ ২। হোটেল সী প্যালেস কলাতলি রোড, কক্সবাজার ফোনঃ +৮৮-০৩৪১-৬৩৬৯২, ৬৩৭৯২, ৬৩৭৯৪, ৬৩৮২৬, ৬৩৮৫৩ মোবাইলঃ +৮৮-০১৭১৪৬৫২২২৭-৮, ০১৯৭৯৪০৫০৫১-২ ৩।সেইণ্ট মারটিন রিসোর্ট প্লটঃ ১০, ব্লকঃ এ, কলাতলি রোড, কক্সবাজার, বাংলাদেশ ফোনঃ +৮৮-০৩৪১-৬২৮৬২, ৬৪২৭৫ ৪। হোটেল সায়মন হোটেল সায়মন রোড, কক্সবাজার মোবাইলঃ +৮৮-০১৭১১-০২২৮৮ ফোনঃ +৮৮-০৩৪১-৬৩৯০০-৪, ৬৩৭০৩-৭ ৫। হোটেল সী ক্রাউন মেরিন ড্রাইভ, কলাতলি, নিউ বীচ মোবাইলঃ +৮৮-০১৮১৭০৮৯৪২০ ফোনঃ +৮৮-০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪ {{এর অংশ|কক্সবাজার জেলা}} [[Category:!Main category]] [[Category:কক্সবাজার]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=9429.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|