Difference between revisions 9480 and 9482 on bnwikivoyage'''ডুমুরিয়া উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[খুলনা জেলা|খুলনা জেলার]] একটি প্রশাসনিক অঞ্চল। ==একনজরে== জেলার ০৯ টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া । নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। উত্তরে মনিরামপুর উপজেলা, [[অভয়নগর উপজেলা]] এবং [[ফুলতলা উপজেলা]], দক্ষিণে [[বটিয়াঘাটা উপজেলা]] ও [[পাইকগাছা উপজেলা]], পূর্বে খানজাহান আলী, খালিশপুর এবং সোনাডাঙ্গা থানা ও [[বটিয়াঘাটা উপজেলা]], পশ্চিমে [[তালা উপজেলা]], [[অভয়নগর উপজেলা]], মনিরামপুর উপজেলা ও [[কেশবপুর উপজেলা]]। জলাশয় প্রধান নদী: [[শিবসা নদী]] ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। ==যাতায়াত == জেলা শহর [[খুলনা]]র সংগে সড়কপথে যোগাযোগের ব্যবস্থা আছে। ==দর্শনীয় স্থান== * [[চুকনগর বধ্যভূমি]] - খুলনা হতে ৩০ কি. মি. দূরত্ব চুকনগর বাজার। চুকনগর বাজার হতে ২ কি. মি. পূর্বে বধ্যভূমি অবস্থিত। এখানে মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, প্রাইভেট, ইজি বাইক, মাহেন্দ্রা অথবা পায়ে হেটে যাওয়া যায়।⏎ ⏎ ==রাত্রীযাপন== উপজেলা সদরে থাকার জন্যে কিছু মাঝারি মানের হোটেল আছে। {{এর অংশ|খুলনা জেলা}} [[Category:!Main category]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=9482.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|