Revision 7134 of "মণিপুরী জাদুঘর, সিলেট" on bnwikivoyage

'''মণিপুরী জাদুঘর''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত সুবিদবাজার এলাকায় অবস্থিত। এটি সিলেটের অন্যতম একটি সংগ্রহশালা হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানটি [[সিলেট|সিলেট শহরের]] '০' পয়েন্টের ৩ হিলোমিটারের মধ্যে রয়েছে।

== বিশেষত্ব ==
সুবিদবাজার এলাকায় একটি ভাড়া বাসায় এই জাদুঘরটি স্থাপিত। এটি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। প্রায় ২০০ বছর পূর্বে রাজ্য হতে বিতাড়িত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মণিপুরীরা এ অঞ্চলে এক ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে চলছে শতাব্দির পর শতাব্দি। তাদের এই কৃষ্টি-কালচার জানা ও বুঝার জন্য সিলেট মণিপুরী জাদুঘর এক অনন্য মাধ্যম।

মণিপুরী হস্তশিল্প, নৃত্যকলা, সাহিত্য প্রভৃতির বিভিন্ন নিদর্শন দিয়ে এই জাদুঘরটি সজ্জিত।