Revision 7135 of "মণিপুরী জাদুঘর, সিলেট" on bnwikivoyage

'''মণিপুরী জাদুঘর''' [[সিলেট বিভাগ|সিলেটের]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট সদর উপজেলা|সিলেট সদরের]] অন্তর্গত সুবিদবাজার এলাকায় অবস্থিত। এটি সিলেটের অন্যতম একটি সংগ্রহশালা হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানটি [[সিলেট|সিলেট শহরের]] '০' পয়েন্টের ৩ হিলোমিটারের মধ্যে রয়েছে।

== বিশেষত্ব ==
সুবিদবাজার এলাকায় একটি ভাড়া বাসায় এই জাদুঘরটি স্থাপিত। এটি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। প্রায় ২০০ বছর পূর্বে রাজ্য হতে বিতাড়িত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া মণিপুরীরা এ অঞ্চলে এক ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে চলছে শতাব্দির পর শতাব্দি। তাদের এই কৃষ্টি-কালচার জানা ও বুঝার জন্য সিলেট মণিপুরী জাদুঘর এক অনন্য মাধ্যম।

মণিপুরী হস্তশিল্প, নৃত্যকলা, সাহিত্য প্রভৃতির বিভিন্ন নিদর্শন দিয়ে এই জাদুঘরটি সজ্জিত।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে প্রথমে সিলেট যেতে হবে; অতঃপর সেখান থেকে জাদুঘরটিতে যেতে হবে। ঢাকা হতে সড়ক পথে সিলেটের দূরত্ব ২৪১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। সিলেট এসে সেখান থেকে রিক্সা বা সিএনজি অটো রিক্সায় অতি সহজেই সুবিদবাজার আসা যায়। 
* সিলেটের মূল বাস স্ট্যান্ড কদমতলী বাস টার্মিনাল অথবা রেল স্টেশন থেকে সুবিদবাজারস্থ জাদুঘরটিতে আসার জন্য ভাড়া হবেঃ
** রিক্সায় - ৪০/- - ৮০/-;
** সিএনজিতে - ৮০/- - ১৫০/-। 

==== সড়কপথে সিলেট আসা ====