Revision 7241 of "ময়মনসিংহ সদর উপজেলা" on bnwikivoyage

'''ময়মনসিংহ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ বিভাগের]]  [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ জেলার]] অন্তর্ভূক্ত। ময়মনসিংহ সদর উপজেলা ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা হতে ৯০°৩০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[নকলা উপজেলা|নকলা]] ও [[ফুলপুর উপজেলা|ফুলপুর উপজেলা]]; দক্ষিণে [[ত্রিশাল উপজেলা|ত্রিশাল]] ও [[ফুলবাড়ীয়া উপজেলা|ফুলবাড়ীয়া উপজেলা]]; পূর্বে [[ঈশ্বরগঞ্জ উপজেলা|ঈশ্বরগঞ্জ]] ও [[গৌরীপুর উপজেলা|গৌরীপুর উপজেলা]] এবং পশ্চিমে [[মুক্তাগাছা উপজেলা|মুক্তাগাছা]] ও [[জামালপুর সদর উপজেলা|জামালপুর সদর উপজেলা]]।
  
== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে ময়মনসিংহের দূরত্ব ১২১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ময়মনসিংহ রেল স্টেশনের দূরত্ব ১২৩ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[ময়মনসিংহ|ময়মনসিংহ শহরের]] '০' পয়েন্ট হতে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত।

==== সড়কপথ ====