Revision 7243 of "ময়মনসিংহ সদর উপজেলা" on bnwikivoyage'''ময়মনসিংহ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ বিভাগের]] [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ জেলার]] অন্তর্ভূক্ত। ময়মনসিংহ সদর উপজেলা ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা হতে ৯০°৩০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[নকলা উপজেলা|নকলা]] ও [[ফুলপুর উপজেলা|ফুলপুর উপজেলা]]; দক্ষিণে [[ত্রিশাল উপজেলা|ত্রিশাল]] ও [[ফুলবাড়ীয়া উপজেলা|ফুলবাড়ীয়া উপজেলা]]; পূর্বে [[ঈশ্বরগঞ্জ উপজেলা|ঈশ্বরগঞ্জ]] ও [[গৌরীপুর উপজেলা|গৌরীপুর উপজেলা]] এবং পশ্চিমে [[মুক্তাগাছা উপজেলা|মুক্তাগাছা]] ও [[জামালপুর সদর উপজেলা|জামালপুর সদর উপজেলা]]। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে ময়মনসিংহের দূরত্ব ১২১ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ময়মনসিংহ রেল স্টেশনের দূরত্ব ১২৩ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[ময়মনসিংহ|ময়মনসিংহ শহরের]] '০' পয়েন্ট হতে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ|সায়েদাবাদ]] ও [[মহাখালী|মহাখালী]] বাস স্টেশন থেকে [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহে]] আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ২.৩০ হতে ৪.০০ ঘন্টা। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শামীম, এনা, সৌখিন, নূর, নিরাপদ ট্রাভেলস্, আলম এশিয়া, বিলাস, এস আলম, সিসকম, ড্রিমল্যান্ড, মামুন, শ্যামলী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * এনা পরিবহনঃ ☎ ০১৭৬০-৭৩৭ ৬৫০ (মহাখালী), ০১৭৬০-৭৩৭ ৬৫২ (এয়ারপোর্ট), ০১৭৬০-৭৩৭ ৬৫১ (উত্তরা), ০১৭৬০-৭৩৭ ৬৫৩ (টঙ্গী স্টেশন রোড), ০১৮৬৯-৮০২ ৭৩৬ (ফকিরাপুল), ০১৮৬৯-৮০২ ৭৩১ (মিরপুর), ০১৯১৬-২৭৮ ৫২৬ (ভেলানগর, নরসিংদী), ০১৯৪১-৭১৪ ৭১৪ (শিববাড়ী, গাজীপুর), ০১৮৬৯-৮০২ ৭৩৪ (চৌরাস্তা, গাজীপুর), ০১৭৩৭-১৫১ ১৮৪ (শেরপুর), ০১৮৩৪-৮৯৮ ৫০৭ (ময়মনসিংহ)। * ঢাকা-ময়মনসিংহ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ২৫০/- - ৩৫০/- এবং ** নন-এসি বাসে - ১৫০/- - ৩০০/-। ==== রেলপথ ==== [[|Wy/bn/ঢাকা|ঢাকার]] [[|Wy/bn/কমলাপুর|কমলাপুর]] রেল স্টেশন থেকে ট্রেনে সরাসরি [[|Wy/bn/ময়মনসিংহ|ময়মনসিংহে]] আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন ময়মনসিংহের পথে যাতায়ত করে। ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে ময়মনসিংহ আসার ক্ষেত্রে ভাড়া হলো - * ২য় শ্রেণির সাধারণ - ৩৫ টাকা; * ২য় শ্রেণির মেইল - ৫০ টাকা; * কমিউটার - ৬০ টাকা; * সুলভ - ৭০ টাকা; * শোভন - ১২০ টাকা; * শোভন চেয়ার - ১৪০ টাকা; * ১ম শ্রেণির চেয়ার - ১৮৫ টাকা; * ১ম শ্রেণির বাথ - ২৮০ টাকা; * স্নিগ্ধা - ২৭১ টাকা; * এসি সীট - ৩২২ টাকা এবং * এসি বাথ - ৪৮২ টাকা। All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?oldid=7243.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|