Revision 7495 of "মৌলভীবাজার সদর উপজেলা" on bnwikivoyage'''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] এর অন্তর্ভূক্ত। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজার সদরের দূরত্ব ২০৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে মৌলভীবাজারের [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ|সায়েদাবাদ]], [[ফকিরাপুল|ফকিরাপুল]] ও [[মহাখালী|মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহণ কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)। * ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৮০০ টাকা এবং ** নন-এসি বাসে - ৩৫০ টাকা। * সরাসরি চলাচলকারী পরিবহণগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ ** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইলঃ ০১৭১১-৯২২ ৪১৭; ** শ্যামলী পরিবহন - মোবাইলঃ ০১৭১১-৯৯৬ ৯৬৫; ** সিলেট এক্সপ্রেস - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯; ** মৌলভীবাজার সিটি - মোবাইলঃ ০১৭১৬-২৯১ ১১২; ** টিআর ট্রাভেলস - মোবাইলঃ ০১৭১২-৫১৬ ৩৭৮; ** রূপসী বাংলা - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯; ** তাজ পরিবহন - মোবাইলঃ ০১৭১৬-৩৮৭ ৯৩১। এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে মৌলভীবাজার জেলা সদরে আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও দুটি প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর মৌলভীবাজার আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ১২০০ টাকা এবং ** নন-এসি বাসে - ৪০০ টাকা। ৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘন্টায় মৌলভীবাজার আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১২০ টাকা। ==== রেলপথ ==== All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?oldid=7495.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|