Revision 7496 of "মৌলভীবাজার সদর উপজেলা" on bnwikivoyage

'''মৌলভীবাজার সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] এর অন্তর্ভূক্ত।
  
== কিভাবে যাবেন? ==
 
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে মৌলভীবাজার সদরের দূরত্ব ২০৩ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে মৌলভীবাজারের [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ|সায়েদাবাদ]], [[ফকিরাপুল|ফকিরাপুল]] ও [[মহাখালী|মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহণ কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)। 

* ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ 
** এসি বাসে - ৮০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৩৫০ টাকা।

* সরাসরি চলাচলকারী পরিবহণগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ
** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইলঃ ০১৭১১-৯২২ ৪১৭; 
** শ্যামলী পরিবহন - মোবাইলঃ ০১৭১১-৯৯৬ ৯৬৫; 
** সিলেট এক্সপ্রেস - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯;
** মৌলভীবাজার সিটি - মোবাইলঃ ০১৭১৬-২৯১ ১১২;
** টিআর ট্রাভেলস - মোবাইলঃ ০১৭১২-৫১৬ ৩৭৮;
** রূপসী বাংলা - মোবাইলঃ ০১৭১৩-৮০৭ ০৬৯; 
** তাজ পরিবহন - মোবাইলঃ ০১৭১৬-৩৮৭ ৯৩১।

এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে মৌলভীবাজার জেলা সদরে আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও দুটি প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর মৌলভীবাজার আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৪০০ টাকা।

৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘন্টায় মৌলভীবাজার আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১২০ টাকা।

==== রেলপথ ====
মৌলভীবাজার আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; এখানে আসতে হয় শ্রীমঙ্গল হয়ে। ঢাকা থেকে সবচেয়ে নিকটবর্তী ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির স্থান শ্রীমঙ্গল রেল স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার।

[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর|কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম|চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি শ্রীমঙ্গল এসে সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজার আসা যায়; কারণ শ্রীমঙ্গল হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
* ৭১০ পারাবত এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে দুপুর ০৪ টা ৪৮ মিনিটে ছাড়ে এবং ঢাকায় রাত ০৯ টা ৪৫ মিনিটে পৌছে (মঙ্গলবার বন্ধ) ও ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে সকাল ১০ টা ৫২ মিনিটে (মঙ্গলবার বন্ধ);
* ৭১৮ জয়ন্তীকা  এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে সকাল ০৯ টা ২১ মিনেটে ছাড়ে এবং ঢাকায় বিকাল ০৪ টায় পৌছে (বৃহস্পতিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে সন্ধ্যা ০৬ টা ৪৪ মিনিটে (কোন বন্ধ নেই);
* ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে দুপুর ১২ টা ৩৬ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে রাত ০৭ টা ৪৫ মিনিটে পৌছে (শনিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে দুপুর ০২ টা ২৮ মিনিটে (সোমবার বন্ধ);
* ৭২৪ উদয়ন এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে রাত ১১ টা ১১ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে ভোর ০৫ টা ৫০ মিনিটে পৌছে (রবিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ০৩ টা ২৭ মিনিটে (রবিবার বন্ধ);
* ৭৪০ উপবন এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে রাত ১২ টা ১২ মিনিটে ছাড়ে এবং ঢাকায় ভোর ০৫ টা ১০ মিনিটে পৌছে (কোন বন্ধ নেই) ও ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ২ টা ৫০ মিনিটে (বুধবার বন্ধ);
* ৭৭৪ কালনী এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে সকাল ০৮ টা ৫০ মিনিটে ছাড়ে এবং ঢাকায় দুপুর ০১ টা ২৫ মিনিটে পৌছে (শুক্রবার বন্ধ) ও ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ৮ টা ০৫ মিনিটে (শুক্রবার বন্ধ)।

* ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শ্রীমঙ্গল আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ