Revision 7582 of "রংপুর সদর উপজেলা" on bnwikivoyage

'''রংপুর সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[রংপুর জেলা|রংপুর জেলার]] অন্তর্ভূক্ত। রংপুর সদর উপজেলা ২৫°৩৯´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°০৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[গঙ্গাচড়া উপজেলা|গঙ্গাচড়া উপজেলা]]; দক্ষিণে [[মিঠাপুকুর উপজেলা|মিঠাপুকুর উপজেলা]]; পূর্বে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[পীরগাছা উপজেলা|পীরগাছা উপজেলা]] এবং পশ্চিমে [[তারাগঞ্জ উপজেলা|তারাগঞ্জ]] ও [[বদরগঞ্জ উপজেলা|বদরগঞ্জ উপজেলা]]।
  
== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে রংপুরের দূরত্ব ৩০৪ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে রংপুর রেল স্টেশনের দূরত্ব ৫২৯ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[গাবতলী|গাবতলী]], [[মহাখালী|মহাখালী]], [[সায়েদাবাদ|সায়েদাবাদ]], [[শ্যামলী|শ্যামলী]], [[কল্যানপুর|কল্যানপুর]], [[কলাবাগান|কলাবাগান]], [[ফকিরাপুল|ফকিরাপুল]] - প্রভৃতি বাস স্টেশন থেকে রংপুর আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে এনা, হানিফ, শ্যামলী, নাবিল, এসআর, আগমনী, ডিপজল প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।