Revision 7587 of "রংপুর সদর উপজেলা" on bnwikivoyage'''রংপুর সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]] [[রংপুর জেলা|রংপুর জেলার]] অন্তর্ভূক্ত। রংপুর সদর উপজেলা ২৫°৩৯´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°০৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[গঙ্গাচড়া উপজেলা|গঙ্গাচড়া উপজেলা]]; দক্ষিণে [[মিঠাপুকুর উপজেলা|মিঠাপুকুর উপজেলা]]; পূর্বে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[পীরগাছা উপজেলা|পীরগাছা উপজেলা]] এবং পশ্চিমে [[তারাগঞ্জ উপজেলা|তারাগঞ্জ]] ও [[বদরগঞ্জ উপজেলা|বদরগঞ্জ উপজেলা]]। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে রংপুরের দূরত্ব ৩০৪ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে রংপুর রেল স্টেশনের দূরত্ব ৫২৯ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[রংপুর|রংপুর শহরের]] '০' পয়েন্ট হতে ৩.৫ কিলোমিটার দূরে ঘাঘট নদীর তীরে অবস্থিত।। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[গাবতলী|গাবতলী]], [[মহাখালী|মহাখালী]], [[সায়েদাবাদ|সায়েদাবাদ]], [[শ্যামলী|শ্যামলী]], [[কল্যানপুর|কল্যানপুর]], [[কলাবাগান|কলাবাগান]], [[ফকিরাপুল|ফকিরাপুল]] - প্রভৃতি বাস স্টেশন থেকে রংপুর আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে এনা, হানিফ, শ্যামলী, নাবিল, এসআর, আগমনী, ডিপজল প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ মোবাইল ০১৭৬০-৭৩৭ ৬৫০ (মহাখালী), ০১৮৭২-৬০৪ ৪৯৮ (এয়ারপোর্ট), ০১৭৬০-৭৩৭ ৬৫১ (উত্তরা), ০১৭৬০-৭৩৭ ৬৫৩ (টঙ্গী), ০১৮৭২-৬০৪ ৪৭৫ (ফকিরাপুল), ০১৮৬৯-৮০২ ৭৩১ (মিরপুর); * হানিফ এন্টারপ্রাইজঃ মোবাইল ০১৭১৩-৪০২৬৬১ (কল্যাণপুর), ০১৭১৩-৪০২৬৭১, ০১৭১৩-৪০২৬৩১ (আরামবাগ); * শ্যামলী পরিবহনঃ ☎ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫ (কল্যাণপুর)। * ঢাকা-রংপুর রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৮০০/- (রেগুলার) ও ১২০০/- (এক্সিকিউটিভ) এবং ** নন-এসি বাসে - ৩০০/- হতে ৫৫০/-। ==== রেলপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর|কমলাপুর]] রেল স্টেশন থেকে [[রংপুর|রংপুরের]] উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – রংপুর রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ * রংপুর এক্সপ্রেস - রংপুর হতে সকাল ০৮ টা ১০ মিনিটে ছাড়ে ও ঢাকা থেকে সকাল ০৮ টায় ছাড়ে; * লালমনি এক্সপ্রেস - ঢাকা থেকে রাত ১০ টা ১০ মিনিটে ছাড়ে; * নীলসাগর এক্সপ্রেস - ঢাকা থেকে সকাল ০৮ টায় ছাড়ে; * একতা এক্সপ্রেস - ঢাকা থেকে সকাল ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে; * দ্রুতযান এক্সপ্রেস - ঢাকা থেকে বিকাল ০৫ টা ৪০ মিনিটে ছাড়ে ঢাকা-রংপুর রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে রংপুর আসার ক্ষেত্রে ভাড়া হলো - * শোভন - ৪২০ টাকা; * শোভন চেয়ার - ৫০৫ টাকা; * ১ম শ্রেণির চেয়ার - ৬৭৫ টাকা; * ১ম শ্রেণির বাথ - ১,০১০ টাকা; * স্নিগ্ধা - ৮৪০ টাকা; * এসি সীট - ১,০১০ টাকা এবং * এসি বাথ - ১,৫১০ টাকা। ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কমলাপুর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২; * বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯; * ওয়েবসাইট: www.railway.gov.bd। === আকাশ পথে === রংপুরে সরাসরি বিমানে আসা যায়; ঢাকা থেকে রংপুরের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দর থেকে। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে রংপুর আসার জন্য। বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা-রংপুর ও রংপুর-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ * ঢাকা হতে রংপুর - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ০২ টা ২০ মিনিট। * রংপুর হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ০৩ টা ৩৫ মিনিট। এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ ** ম্যানেজার, সৈয়দপুর বিমান বন্দর, মোবাইল - ০১৫৫৬-৩৮৩ ৩৪৯। === জল পথে === অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে, কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। তবে, চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান। == দর্শনীয় স্থান ও স্থাপনা == * মাহিগঞ্জ প্রাচীন মসজিদ; * কেরামতিয়া মসজিদ; * মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাযার; * মাহিগঞ্জ শাহ জালাল বোখারীর মাযার; * তাজহাট রাজবাড়ি / রংপুর জাদুঘর; * পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি; * জেলা পরিষদ ভবন; * শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির; * ডিমলারাজ কালীমন্দির; * বিশ্বেশ্বর শিবমন্দির; * গোসাইবাড়ী নন্দীমন্দির; * মাহিগঞ্জ পরেশনাথ মন্দির; * টেপা জমিদারবাড়ী; * খাসবাগ প্রত্নদির্শন; * দেওয়ানবাড়ী সিংহদ্বার; * মন্থনা জমিদার বাড়ী; * রংপুর টাউন হল; * কারমাইকেল কলেজ; * পায়রা চত্তর; * ভিন্ন জগৎ বিনোদন পার্ক; * শাহ ইসমাইল গাজীর দরগাহ; * রংপুর চিড়িয়াখানা; * ঘাঘট প্রয়াস পার্ক; * চিকলি বিল ও পার্ক। == খাওয়া দাওয়া == All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?oldid=7587.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|