Revision 7776 of "রূপবান মুড়া" on bnwikivoyage[[File:Rupban Mura, Comilla 11 September 2016 04.jpg|thumb|রূপবান মুড়া]] রূপবান মুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রত্নত্ত্বাতিক স্থান। ==জানুন== নব্বই দশকের দিকে এটি খনন করা হয়। ===প্রাপ্ত নিদর্শনসমূহ=== এটি খনন করার পরে ৩৪.১৪ মি × ২৫ মি (১১২.০ ফু × ৮২.০ ফু) পরিমাপের একটি বিহার এবং ২৮.৯৬ মি × ২৮.৯৬ মি (৯৫.০ ফু × ৯৫.০ ফু) পরিমাপের মন্দিরের ধ্বংসাবশেষ এখানে পাওয়া যায়। এছাড়া মুড়োটির পূর্ব পাশের প্রকৌষ্ঠ থেকে বেলে পাথরের কারুকাজ করা বৃহদাকার ১টি বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। ধারনা করা হয় মূর্তিটি ৭ম থেকে ১২শ শতাব্দীর। == কীভাবে যাবেন== কুমিল্লা-কালীর বাজার সড়কের দক্ষিণে বর্তমান বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী) এবং বি.জি.বি (বর্ডার গার্ড বাংলাদেশ) স্থাপনার মাঝখানে একটি টিলার উপরে এই মুড়া অবস্থিত। ==কোথায় থাকবেন== কুমিল্লা শহরে অনেকগুলো ভাল মানের হোটেল আছে। সেখানে থাকতে পারেন। বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী) খুব কাছে। বার্ডে যোগাযোগ করলে সেখানে থাকার অনুমতি পাওয়া যেতে পারে। ==সতর্কতা== [[Category:!Main category]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?oldid=7776.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|