Revision 7925 of "শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা" on bnwikivoyage{{পাতার ব্যানার}}
শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হলো রাজশাহী শহরের একমাত্র চিড়িয়াখানা। এটি শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এবং শিশুপার্ক হিসেবেও ব্যবহৃত হয়। ১৯৭২ সালে এর নির্মাণ কার্যক্রম শুরু হয়।
== অবস্থান ==
রাজশাহী শহরের পশ্চিম অংশে পদ্মার তীর ঘেষে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। শহর থেকে ৩ কি.মি. পশ্চিমে রাজপাড়া এলাকায় পর্যটন মোটেলের পশ্চিমে এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রাজশাহী পুলিশ লাইন এর পূর্ব দিকে অবস্থিত। প্রধান রাস্তার উত্তর পার্শ্বের রাস্তা থেকে পার্কটি দেখা যায়।
== পর্যটন ==
এই চিড়িয়াখনায় বাঘ, সিংহ, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, বানর ও সাপ, ঘড়িয়াল ইত্যাদি রয়েছে। এর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। এখানে মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কোয়ারি ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। এর প্রধান ফটক অত্যন্ত দৃষ্টিনন্দন।
== যাতায়াত ==
আকাশ, নৌ এবং স্থলপথে রাজশাহী আসার পর রিকশা বা অটোরিকশায় এখানে যাওয়া যাবে।
== রাত্রিযাপন ==
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এর পাশেই ভালো মানের আবাসিক হোটেল, মোটেল ও বাংলো আছে।
== খাওয়ার ব্যবস্থা ==
রাজশাহী শহরের ভালো রেস্তোরা গুলো এই পার্কের নিকটবর্তী
== আরো দেখুন ==
{{এর অংশ|}}
[[Category:!Main category]]All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?oldid=7925.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|