Revision 8502 of "হিমছড়ি" on bnwikivoyage

হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

==কিভাবে যাবেন==
কক্সবাজার শহরের ১২ কিলোমিটার দক্ষিণে এবং কলাতলী সৈকত থেকে ৬ কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। কক্সবাজার শহর থেকে জিপ গাড়িতে চড়ে হিমছড়িতে যাওয়া যায়। হিমছড়ির উদ্দেশে কক্সবাজার সৈকত থেকে সব সময়ই গাড়ি ছেড়ে যায়। এছাড়া রিক্সা বা অটোরিক্সাতেও হিমছড়ি যাওয়া যাবে।

==কি দেখবেন==
হিমছড়ির একপাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্যপাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝরণায় পানি থাকে না বা শুষ্ক থাকে। তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি, পর্যটকদের অনন্য এক আকর্ষণ।
* [[হিমছড়ি জাতীয় উদ্যান]]

<gallery>
File: Himchari 2.jpg |হিমছড়ি: আকাশ, সাগর, পাহাড়ের অপূর্ব বন্ধন
File: Himchari-Waterfalls-2010.jpg|হিমছড়ির জলপ্রপাত।
File: Himchari 1.jpg|হিমছড়ি সমুদ্র সৈকত।
File: Coxbazar Himchari 1.JPG|পর্যটকদের বিশ্রামাস্থান।
</gallery>

==কিনুন==
হিমছড়ি বেড়াতে আসলে এখানকার আদিবাসীদের তৈরি বিভিন্ন পণ্য যেমনঃ হাতে বোনা কাপড়, গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী কিনতে পারেন।


[[Category:!Main category]]
[[Category:কক্সবাজার]]