Revision 9642 of "পেদা টিং টিং" on bnwikivoyage

'''পেদা টিং টিং''' বাংলাদেশের রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ভাসমান পাহাড়ে অবস্থিত পর্যটন আকর্ষণ কেন্দ্র।

== জানুন ==
পেদা টিং টিং চাকমা শব্দগুচ্ছ। এর ভাবগত অর্থ হচ্ছে - পেট টান টান। অর্থাৎ, মারাত্মকভাবে খাবার পর পেটের যে টান টান অবস্থা থাকে, সেটাকেই বলা হয় পেদা টিং টিং।

== দেখুন ==
[[কাপ্তাই হ্রদ|কাপ্তাই হ্রদের]] চারদিকে কেবল পাহাড় আর হ্রদ। বুনো প্রকৃতি ছাড়া এখানে আর অন্য কিছু আশা করা যায় না। তবে চলতি পথে কোন একটি টিলার উপর পেদা টিং টিং লেখা চোখে পড়লেই অবাক হয়ে যাবে দর্শনার্থীরা।
* {{দেখুন| নাম=পরীক্ষা | অন্য= | ইউআরএল= | ইমেইল= | ঠিকানা= | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ= | ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর=২০০ | ফ্যাক্স=  | সময়সূচী= | মূল্য=₩ | বিবরণ=উদাহরুন }}

== উপভোগ করুন ==
এখানে এমন এক পরিবেশ বিরাজমান যেখানে এক গ্লাস খাবার পানি নেই; অথচ পেদা টিং টিং চা, কফি আর চিকেন ফ্রাই নিয়ে দর্শনার্থীদেরকে আহ্বান জানাচ্ছে খাবার উপভোগের জন্য। এখানে রেস্তোঁরা, কটেজ, নৌবিহার ব্যবস্থা, সেগুন বাগান ও অসংখ্য বানর রয়েছে।

== কোথায় থাকবেন ==
রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে এখানে। থাকার জন্য বেশ কয়েকটি কক্ষ সুসজ্জ্বিত অবস্থায় রয়েছে। চাঁদনি রাতে এমন একটি পাহাড়ের উপর রাত্রিযাপন সত্যিই দূর্লভ বিষয়।

[[Category:!Main category]]