Revision 9831 of "নাটোর সদর উপজেলা" on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''গুরুদাসপুর''' বাংলাদেশের [[নাটোর জেলা]]র অন্তর্গত একটি [[উপজেলা]]। গুরুদাসপুর উপজেলার উত্তরে [[সিংড়া উপজেলা]] ও [[তাড়াস উপজেলা]], দক্ষিণে [[বড়াইগ্রাম উপজেলা]], পূর্বে [[তাড়াস উপজেলা]] ও [[চাটমোহর উপজেলা]] এবং পশ্চিমে [[নাটোর সদর উপজেলা]] অবস্থিত।

== জানুন ==
গুরুদাসপুর ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে একে [[উপজেলা|উপজেলায়]] রূপান্তরিত করা হয়। যতদূর জানা যায়, আনুমানিক ১৭৬৭ সালের দিকে 'গুরুদাস' নামক জনৈক পাটনী গুরুদাসপুর চর হতে ঝাউপাড়া পর্যন্ত খেয়া দিত। এই পাটনীর নামানুসারেই এই জায়গার নাম গুরুদাসপুর হয়েছে।

==কিভাবে যাবেন==


== কি দেখবেন ==
{{মানচিত্রের কাঠামো|24.4159|88.9906|জুম=11}}
* {{দেখুন| নাম=উত্তরা গণভবন | অন্য= | ইউআরএল= | ইমেইল= | ঠিকানা=নাটোর সদর | অক্ষাংশ=24.440825 | দ্রাঘিমাংশ= 89.010861 | দিকনির্দেশ=নাটোরশহর থেকে ৩ কিলোমিটার উত্তরে। নাটোর শহর থেকে সরাসরি রিক্সা বা সিএনজি যোগে যাওয়া যায়। | ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=  | সময়সূচী= | মূল্য=২০ | বিবরণ= }}
* {{দেখুন| নাম=নাটোর রাজবাড়ী | অন্য= | ইউআরএল= | ইমেইল= | ঠিকানা=নাটোর সদর | অক্ষাংশ=24.4204 | দ্রাঘিমাংশ=88.9913 | দিকনির্দেশ=নাটোর শহর থেকে সরাসরি রিক্সা বা টেম্পু যোগে যাওয়া যায়। | ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=  | সময়সূচী= | মূল্য=১০  | বিবরণ= }}
* {{দেখুন| নাম=পাটুল হাপানিয়া মিনি বীচ | অন্য= | ইউআরএল= | ইমেইল= | ঠিকানা=পাটুল, নাটোর  | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=নাটোর সদর হতে টেম্পু অথবা অন্য কোন যানবাহনে পিপরুল ইউনিয়ন পরিষদের অর্ন্তভূক্ত পাটুল নামক স্থানে যোত হয় । | ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=  | সময়সূচী= | মূল্য=০০ | বিবরণ=বর্ষাকালে বিল হালতির অপরূপ সৌন্দর্য্য  উপভোগ করা যায় । }}
* {{দেখুন| নাম=ঔষধি গ্রাম | অন্য= | ইউআরএল= | ইমেইল= | ঠিকানা=লক্ষ্মীপুর এবং খোলাবাড়ীয়া ইউনিয়ন, নাটোর সদর | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=নাটোর সদর থেকে ১০ কিলোমিটার পূর্বে ঢাকা রাজশাহী মহাসড়কের পার্শ্বে অবস্থিত লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম নিয়ে ঔষধী গ্রাম অবস্থিত। | ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর= | ফ্যাক্স=  | সময়সূচী= | মূল্য=০০ | বিবরণ=ঔষধী গ্রামের নামকরণের কারণ হচ্ছে এসব গ্রামের কৃষকেরা সমিতির মাধ্যমে (খোলাবাড়ীয়া ভেষজ ঔষধী গ্রাম সংগঠন) অধিকাংশ কৃষিজমি ও বাড়ির আঙ্গিনার আশেপাশে ব্যাপক হারে বিভিন্ন প্রকারের প্রায় ৩০০ প্রজাতির ঔষধীজাত গাছ গাছড়ার চাষাবাদ করে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বাজারজাত করে থাকে। }}

==কোথায় থাকবেন==


{{এর অংশ|নাটোর জেলা}}
[[Category:!Main category]]