Difference between revisions 1390051 and 1390053 on bnwiki

== শহীদ মশিউর রহমান ==


<gallery>
চিত্র:[[File:Moshiur Rahaman.jpg|মশিয়ুর রহমান]]
</gallery>

মহান মুক্তিযুদ্ধে একমাত্র শহীদ সংসদ সদস্য চৌগাছার মশিয়ুর রহমান

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মউৎসর্গকারী সূর্য সৈনিকদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা । যারা দেশের জন্য জীবনে দিয়েছেন তাদের জীবন ও কর্মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে অজানা  এমন এক সূর্য সনৱান চৌগাছার কৃতিসনৱান শহীদ মশিয়ুর রহমান।  মহান মুক্তিযুদ্ধে তিনিই একমাত্র শহীদ সংসদ সদস্য (এমএনএ)। যিনি স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে পালিয়ে যাননি। সাধারণ মানুষের সাথে(contracted; show full)াধীনতা যুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদ মশিয়ুর রহমান  রহমানের প্রতি শ্রদ্বা নিবেদন করে তার নামে যশোরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। তার মধ্যে ১৯৭২ সালের ২৬ ডিস্বের যশোর পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ মশিয়ুর রহমানের স্মরণে একটি স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন । এছাড়াও তার নামে ঝিকরগাছায় একটি কলেজ, যশোর বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল,চৌগাছা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন, ও তার জন্মভ'মি সিংহঝুলিতে একটি মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কিছু ক্লাবের নাম রয়েছে।