Difference between revisions 3070807 and 3082278 on bnwiki{{DISPLAYTITLE:খানকাহ এমাদিয়া কালান্দারিয়া}} {{Infobox religious building | name = খানকাহ এমাদিয়া কালান্দারিয়া | native_name = | native_name_lang = "en" | image = [[File:Khanquah Emadia Qalandaria.jpg|thumb|center]] | image_upright = (contracted; show full)সীন। হিন্দুস্থানে কাদেরিয়া সিলসিলার আগমন হিজরী সপ্তম শতাব্দীতে হয়েছে। তখন এই সিলসিলার কয়েকজন মাশায়েখ উপমহাদেশে আগমন করেন এবং এতদ অঞ্চলে মারেফাত ও হেদায়েতের আলোকে প্রজ্জলন করেন। এদের মাঝে হযরত সায়্যিদ নূর উদ্দীন মোবারক গজনভী, হযরত সায়্যিদ মোহাম্মদ গাউস কাদেরী হাল্বী জিলানী, হযরত সায়্যিদ বাহাউদ্দিন ভাওল শের কালান্দার, হযরত সায়্যিদ তাজ উদ্দিন মাহমুদ কাদেরী (হযরত সায়্যিদ কুমাঈস্ কাদেরীর পূর্বপুরুষ), হযরত সায়্যিদ আমির মোহাম্মদ কাদেরী বাগদাদী আমঝারি, হযরত সায়্যিদ আতাউল্লাহ বাগদাদী, হযরত শাহ্ আলী বাগ ্দাদী প্রমূখ উল্লেখযোগ্য। == '''ভারতে কাদেরিয়া সিলসিলার আগমন''' == হিন্দুস্থানে আগত কাদেরিয়া সিলসিলার সর্বপ্রথম বুযুর্গ এবং শায়খে ত্বরীকত হলেন হযরত '''সায়্যিদ নূর উদ্দীন মোবারক গজনভী (রাঃ)'''। তিনি '''শায়খ শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী''' এর খলীফা ছিলেন। হযরত শায়খ '''আব্দুল হক মোহাদ্দিসে দেহলভী''' (রহঃ) '''‘আখবারুল আখইয়ার’''' গ্রন্থে এবং হযরত আব্দুর রহমান (contracted; show full)এমাদিয়া সর্বদা জনগনের সেবা ও উন্নয়নকে অগ্রাধিকার দেয়। যার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ঢাকায় “এমাদিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। এর সদস্যগন হযরতের পরামর্শ অনুযায়ী বিবিধ উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। খানকাহ্ এমাদিয়ার বর্তমান সাজ্জাদাণশীন হুজুর নিজের পূর্বসুরী বুযুর্গদের প্রদর্শিত পন্থায় ভারত ও বাংলাদেশে ইলমি, দীনি, জাতীয়, সামাজিক এবং রুহানী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। __নির্ঘণ্ট__ __নতুন_অনুচ্ছেদের_সংযোগ__ {{DEFAULTSORT:খানকাহ এমাদিয়া কালান্দারিয়া}} __FORCETOC__ __কোনসম্পাদনাঅনুচ্ছেদনয়__ All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=3082278.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|