Difference between revisions 10637 and 17937 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''হাসন রাজার বাড়ি''' [[সুনামগঞ্জ জেলা|সুনামগঞ্জ জেলার]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট বিভাগ|সিলেটের]] [[সুনামগঞ্জ সদর উপজেলা|সুনামগঞ্জ সদরের]] অন্তর্গত তেঘরিয়ার সাহেববাজার ঘাটের পার্শ্বে অবস্থিত। এটি সুনামগঞ্জের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৮৫৪ সালে এখানেই জন্মান জমিদার দেওয়ান হাছন রাজা চৌধুরী। এটি [[সুনামগঞ্জ|সুনামগঞ্জ শহরের]] '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে। == বিশেষত্ব == (contracted; show full)* এনা পরিবহনঃ মোবাইল: ০১৭৭৬-১৯১ ৪১৮; * শ্যামলী পরিবহনঃ ☎ ০৮৭১-৬১৪৯৮ (সুনামগঞ্জ), ০১৭১৪-৫৩৭ ৯১৬ (গাবতলী)। * ঢাকা-সুনামগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৯০০/- এবং ** নন-এসি বাসে - ৫৫০/-। ==== রেলপথে সুনামগঞ্জ আসা ==== সুনামগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; রেল পথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে। তবে, [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি সিলেট এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জ আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ (contracted; show full);চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * সিভিল সার্জন, সুনামগঞ্জঃ ০১৭৫৩-৫১৬ ২০৭; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * জেলা প্রশাসকঃ ☎ ০৮৭১-৬২০০০, মোবাইল : ০১৭১৩-৩০১ ১৭৮; * ওসি সুনামগঞ্জঃ ০১৭১৩-৩৭৪ ৪১৮। {{এর অংশ|সুনামগঞ্জ জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=17937.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|