Difference between revisions 17937 and 18037 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''হাসন রাজার বাড়ি''' [[সুনামগঞ্জ জেলা|সুনামগঞ্জ জেলার]] অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা [[সিলেট বিভাগ|সিলেটের]] [[সুনামগঞ্জ সদর উপজেলা|সুনামগঞ্জ সদরের]] অন্তর্গত তেঘরিয়ার সাহেববাজার ঘাটের পার্শ্বে অবস্থিত। এটি সুনামগঞ্জের অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৮৫৪ সালে এখানেই জন্মান জমিদার দেওয়ান হাছন রাজা চৌধুরী। এটি [[সুনামগঞ্জ|সুনামগঞ্জ শহরের]] '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে।

== বিশেষত্ব ==
(contracted; show full)* ১ম শ্রেণির চেয়ার - ৪২৫ টাকা;
* ১ম শ্রেণির বাথ - ৬৪০ টাকা;
* স্নিগ্ধা - ৬১০ টাকা;
* এসি সীট - ৭৩৬ টাকা এবং
* এসি বাথ - ১,০৯৯ টাকা।

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ  
* কমলাপুর রেলওয়ে 
্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২
* বিমানবন্দর রেলওয়ে ্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯
* ওয়েবসাইট: www.railway.gov.bd

=== আকাশ পথে সুনামগঞ্জ আসা ===
সুনামগঞ্জ আসার জন্য সরাসরি বিমান যোগাযোগ নেই; ঢাকা থেকে সিলেটে সরাসরি বিমানে এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জে আসতে হয়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়আর - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।

ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ
(contracted; show full);চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* সিভিল সার্জন, সুনামগঞ্জঃ ০১৭৫৩-৫১৬ ২০৭;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* জেলা প্রশাসকঃ ☎ ০৮৭১-৬২০০০, মোবাইল : ০১৭১৩-৩০১ ১৭৮;
* ওসি সুনামগঞ্জঃ ০১৭১৩-৩৭৪ ৪১৮।

{{এর অংশ|সুনামগঞ্জ জেলা}}